Ajker Patrika

জনতার মুখোমুখি প্রার্থীরা

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৯ অক্টোবর ২০২১, ২০: ২৫
জনতার মুখোমুখি প্রার্থীরা

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সাধারণ জনতার সরাসরি প্রশ্নের উত্তর দিয়েছেন পৌরসভা নির্বাচনের পাঁচ মেয়র প্রার্থী। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে পৌর সদরের ঈদগাহ মাঠে পিপল ডেভেলপমেন্ট প্রসেস (পিডিপি) ও সুশাসনের জন্য নাগরিক (সুজন) যৌথভাবে ‘জনতার মুখোমুখি মেয়র প্রার্থী’রা শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করে। এতে সার্বিক সহযোগিতা করেছে উপজেলা ধূমপান ও মাদক প্রতিরোধ কমিটি। ওই অনুষ্ঠানে সাধারণ জনতার বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মেয়র প্রার্থীরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিডিপির চেয়ারম্যান আ ন ম তানভীর হায়দার ভূঁইয়া। অনুষ্ঠানের কার্যক্রমের শুরুতেই তিনি স্বাগত বক্তব্য দেন। অনুষ্ঠানে অংশ নেওয়া প্রার্থীরা হলেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ নজরুল ইসলাম আকন্দ, ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের প্রার্থী মাওলানা আতাহার আলী, বর্তমান মেয়র ও নারিকেল গাছ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আক্তারুজ্জামান খোকন, মোবাইল ফোন প্রতীকের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন এবং জগ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোতায়েম হোসেন স্বপন। অনুষ্ঠানে পাকুন্দিয়া পৌরসভার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, মেয়র প্রার্থীদের কর্মী-সমর্থক, গণমাধ্যমকর্মীসহ বিপুলসংখ্যক লোকজন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে পৌর এলাকার জলাবদ্ধতা নিরসন, রাস্তাঘাট ও বিদ্যুৎ উন্নয়ন, জন্ নিবন্ধনে ভোগান্তি দূরীকরণে বিভিন্ন নাগরিক সেবা নিয়ে মেয়র প্রার্থীদের কাছে প্রশ্ন রাখা হয়।

স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন বলেন, ‘নির্বাচিত হলে আদালতে যাওয়া বাদ দেব। সার্বক্ষণিকভাবে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করব।’

জন্মনিবন্ধনে ভোগান্তি পোহাতে হচ্ছে, জনতার এমন প্রশ্নের উত্তরে বর্তমান মেয়র ও স্বতন্ত্র প্রার্থী আক্তারুজ্জামান খোকন বলেন, জন্মনিবন্ধন সনদ সরকারি নির্দেশ অনুযায়ী করা হচ্ছে। ভবিষ্যতেও নিয়ম অনুযায়ী হবে।

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ নজরুল ইসলাম আকন্দ বলেন, ‘আগের দুই মেয়াদের মেয়র বিএনপি থেকে মনোনীত ছিলেন। তাঁদের একজন শুধু নিজের এলাকাতেই উন্নয়নমূলক কাজ বেশি করেছেন। অপরজন জলাবদ্ধতা নিরসনে ব্যর্থ হয়েছেন। উন্নয়নের মার্কা নৌকা। আমাকে বিজয়ী করা হলে জলাবদ্ধতা নিরসনসহ পাকুন্দিয়াকে মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলব।’

স্বতন্ত্র মেয়র প্রার্থী মোতায়েম হোসেন স্বপন বলেন, ‘আমি সারা জীবন মানুষের রাজনীতি করেছি। নির্বাচিত হলে পৌরসভার জনগণের উন্নয়নে সর্বোচ্চ ভূমিকা রাখার চেষ্টা করব।’

হাতপাখা প্রতীকের প্রার্থী আতাহার আলী বলেন, ‘আমাকে মেয়র হিসেবে নির্বাচিত করা হলে, পৌরবাসীর খেদমত করব।’

আগামী ২ নভেম্বর পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

শান্ত যে কারণে টি-টোয়েন্টি দলে, মিরাজ কেন নেই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত