Ajker Patrika

জাবির বোটানিক্যাল গার্ডেনে ম্যানগ্রোভের অর্কিড ও সুন্দরী

বেলাল হোসেন, জাবি প্রতিনিধি
আপডেট : ০৬ নভেম্বর ২০২১, ১৬: ১৮
জাবির বোটানিক্যাল গার্ডেনে  ম্যানগ্রোভের অর্কিড ও সুন্দরী

ম্যানগ্রোভের লবণাক্ত পরিবেশে অভ্যস্ত সুন্দরী ও অর্কিড গাছ স্থান পেয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেনে। বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগ পরিচালিত বাগানটিতে ২০১৫ সালে পরীক্ষামূলকভাবে নিয়ে আসা হয় সুন্দরী ও অর্কিডের চারা। ইতিমধ্যে অধিকাংশ চারা এখানকার পরিবেশের সঙ্গে খাপখাইয়ে টিকে গেছে। ফলে দিন পনেরো আগে বোটানিক্যাল গার্ডেনটিতে আরও তিনটি সুন্দরী গাছের চারা রোপণ করা হয়েছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, সঠিক পরিচর্যা পেলে বিরূপ আবহাওয়ার মধ্যেও বেড়ে উঠতে সক্ষম এ প্রজাতির গাছগুলো।

বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগ সূত্রে জানা যায়, গার্ডেনে আরও নির্মিত হবে গ্রিনহাউজ, নেটহাউজ, শ্যাডোহাউজ এবং দুর্লভ উদ্ভিদ সংরক্ষণের জন্য প্ল্যান্ট কনজারভেটরি ও লিভিং জার্মপ্লাজম। এ ছাড়া গোলাপ, ক্যাকটাস, অর্কিড ও ভেষজ উদ্ভিদের নার্সারি ইতিমধ্যে তৈরি হয়েছে। এতে উদ্ভিদের নতুন জাত উদ্ভাবন ও বিলুপ্ত প্রজাতির উদ্ভিদ সংরক্ষণ করা হবে।

উদ্ভিদবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক নুহু আলম বলেন, মরুভূমির বৃক্ষ সংরক্ষণের জন্য এক বিঘা আয়তনের জায়গায় কৃত্রিম মরুভূমি তৈরির কাজ প্রারম্ভিক পর্যায়ে আছে। যেখানে বিভিন্ন প্রজাতির ক্যাকটাস গাছ সংরক্ষণ করা হবে। এ জন্য ক্যাম্পাসের অন্যান্য স্থানে রয়েছে এমন কিছু অপ্রয়োজনীয় ও অর্বাচীন গাছ কেটে ফেলতে হবে।

সরেজমিনে ঘুরে দেখা যায়, গার্ডেনের কর্মচারীরা বিভিন্ন প্রজাতির উদ্ভিদের চারা রোপণের জন্য ব্যস্ত সময় পার করছে। বিপন্ন প্রজাতির বৃক্ষ সংরক্ষণে গ্রিনহাউজ ঘর নির্মাণের কাজ প্রায় শেষের দিকে। প্রতিটি বৃক্ষের সঙ্গে ডিজিটাল বোর্ড টাঙানো হয়েছে।

গার্ডেনের দায়িত্বে থাকা প্রধান মালি শাজাহান হোসেন বলেন, আমাদের বাগানে কয়েক শ প্রজাতির দেশীয় ও বিদেশি গাছ রয়েছে। আরও গাছ লাগানোর প্রক্রিয়া চলছে।

অধ্যাপক নুহু আলম বলেন, ‘আমাদের গার্ডেন শুধু নান্দনিকতার জন্য নয়, এটি মাঠ পর্যায়ের গবেষণার জন্য। আমরা গার্ডেনকে পূর্ণাঙ্গ করতে চাই। গাছের আবাসস্থল বানাতেই আমরা গাছগুলো রোপণ করেছি। মরুভূমির বৃক্ষ সংরক্ষণের জন্য একটি কৃত্রিম মরুভূমি নির্মাণের কাজ হাতে নিয়েছি। সেখানে মরু অঞ্চলের বিভিন্ন ক্যাকটাস জাতীয় উদ্ভিদ রোপণ করব।’

জাবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের সাম্প্রতিক গবেষণায় দেখা যায়, বিশ্ববিদ্যালয়ে ১৪৫ গোত্রের ৫৭৪টি পরিবারের ৯১৭ প্রজাতির উদ্ভিদ রয়েছে। দেশের বিপদাপন্ন বিভিন্ন প্রজাতির উদ্ভিদের মধ্যে ১৫ প্রজাতি এ বিশ্ববিদ্যালয়ে পাওয়া যায়। এর মধ্যে প্রাকৃতিকভাবে জন্মায় ১২টি এবং বাকি তিন প্রজাতি নিজ উদ্যোগে লাগানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

আদালতের বিচারকাজে বাধা দেওয়ায় আইনজীবীর দণ্ড, ক্ষমা চেয়ে পার

‘ফের ধর্ষণচেষ্টার ক্ষোভে’ বাবাকে খুন, ৯৯৯-এ কল দিয়ে আটকের অনুরোধ মেয়ের

আ. লীগের ক্লিন ইমেজের ব্যক্তিদের বিএনপির সদস্য হতে বাধা নেই: রিজভী

১৫ স্থাপনায় পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংসের দাবি ভারতের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত