Ajker Patrika

মাথা গোঁজার ঠাঁই চান বীর মুক্তিযোদ্ধা

ঝালকাঠি প্রতিনিধি
আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২২, ১১: ২৫
মাথা গোঁজার ঠাঁই চান বীর মুক্তিযোদ্ধা

ঝালকাঠি সদর উপজেলার শেখেরহাট ইউনিয়নের গরঙ্গল গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেন। মুক্তিযুদ্ধে অংশ নেওয়ায় স্থানীয় রাজাকারের সহযোগিতায় হানাদার বাহিনী তাঁর বাবা আজাহার আলীকে হত্যা করে। পুড়িয়ে দেয় বাড়িঘর।

দরিদ্র বীর মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেন পরে আর বাড়িঘর নির্মাণ করতে পারেননি। ফলে স্বাধীনতার পর থেকে তাঁর ঠাঁই হয় শ্বশুরবাড়িতে। মুক্তিযোদ্ধা ভাতা পেলেও নিজের ও অসুস্থ স্ত্রীর চিকিৎসায় ব্যয় হয় তার সিংহভাগ টাকা। বাকি টাকায় কোনো রকমে চলে সংসার।

স্বাধীনতার ৫০ বছরে মাথা গোঁজার ঠাঁই করতে না পারায় অবশেষে গত শনিবার জেলা প্রশাসক বরাবর ঘর নির্মাণের জন্য আবেদন করেছেন তিনি।

জানা গেছে, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের আগে বেলায়েত হোসেন তৎকালীন ইপিআর বাহিনীতে কর্মরত ছিলেন। ২৬ মার্চ ১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে তাঁর কোম্পানির সবাই যুদ্ধে অংশ নেন। তাঁর বড় ভাই মো. আমির হোসেন ও ভাবি মঞ্জু বেগমও অংশ নেন মুক্তিযুদ্ধে। বেলায়েত হোসেন তখন ভারতের হিঙ্গলগঞ্জ ক্যাম্পে ৯ নম্বর সেক্টরে ছিলেন। এ কারণে ১৮ সেপ্টেম্বর ১৯৭১ সালে তাঁর বৃদ্ধ বাবা শহীদ আজাহার আলীকে বাড়ি থেকে স্থানীয় রাজাকার হোসেন মাতুব্বর ও হানাদার বাহিনী তুলে নিয়ে যায়। পরে পিরোজপুরে তাঁকে হত্যা করা হয়। পুড়িয়ে দেওয়া হয় বাড়িঘর। এরপর কোনো ঘর নির্মাণ করতে পারেননি বেলায়েত হোসেন। অন্যদিকে তাঁর স্ত্রী দীর্ঘদিন ধরে অসুস্থ। ভাতার টাকায় নিজের ও স্ত্রীর চিকিৎসা চলে। স্ত্রী ও ছেলে-মেয়েদের নিয়ে জীবনের এ পর্যায়ে জেলা প্রশাসকের কাছে ঘর নির্মাণের দাবি জানিয়েছেন তিনি।

ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলী জানান, এ বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইপিএলে চাহালের রেকর্ড হ্যাটট্রিকের রাতে রহস্যময় পোস্ট এই নারীর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত