Ajker Patrika

মহাসড়কে ট্রাক থামিয়ে ছিনতাই আটক ৩

বেনাপোল প্রতিনিধি
আপডেট : ১৮ নভেম্বর ২০২১, ১৫: ৩০
মহাসড়কে ট্রাক থামিয়ে ছিনতাই  আটক ৩

যশোর-বেনাপোল মহাসড়কে আমদানি পণ্যবাহী ট্রাক থামিয়ে ছিনতাইয়ের অভিযোগে তিন তরুণকে আটক করেছে পুলিশ।

গত মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে মহাসড়কের নাভারণ পুরাতন বাজার এলাকা থেকে হাইওয়ে পুলিশ তাঁদের আটক করে। পরে তাঁদের ঝিকরগাছা থানায় সোপর্দ করা হয়।

আটক ব্যক্তিরা হলেন শার্শার যাদবপুর গ্রামের মাসুদ রানা (২০), একই গ্রামের জনি রহমান (২১) ও দক্ষিণ বুরুজ বাগান গ্রামের মেহেদী হাসান রাব্বি (২২)।

নাভারণ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আসাদুজ্জামান জানান, বাণিজ্যিক কারণে ব্যস্ততম সড়ক যশোর-বেনাপোল মহাসড়ক। দিন–রাত এ সড়কে প্রচুর যানবাহন চলাচল করে। মঙ্গলবার রাতে টহলরত অবস্থায় তাঁদের কাছে খবর আসে পুরাতন বাজারের কাছে ছিনতাইকারীরা একটি পণ্যবাহী ট্রাক থামিয়ে ছিনতাই করছে। তাৎক্ষণিক সেখানে অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের ৩ সদস‍্যকে আটক করা হয়।

ওসি এস এম আসাদুজ্জামান আরও জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে ছিনতাই চক্রের আরও ৪ সহযোগী পালিয়ে যায়।

তিনি জানান, এ সময় ট্রাক চালকের কাছ থেকে ছিনতাই হওয়া ৬ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়। এ ছাড়া ছিনতাইকারীদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মামলা দিয়ে ঝিকরগাছা থানায় সোপর্দ করা হয়েছে।

ঝিকরগাছা থানার পুলিশ জানিয়েছে, আসামিদের জিজ্ঞাসাবাদ করলে এই ছিনতাই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি–না তা বেরিয়ে আসবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সিলেটে পাথর লুটে জড়িত দুই দলের ৩৫ নেতা

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

মুচলেকা দিয়ে ক্যাম্পাস ছাড়লেন আনন্দ মোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত