কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
কুলাউড়া উপজেলায় এক বেসরকারি চিকিৎসাকেন্দ্র (ক্লিনিক) ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। গত সোমবার সন্ধ্যা সাতটায় কুলাউড়া পৌর শহরের সেইফ ম্যাটারনিটি ক্লিনিকে এ ঘটনা ঘটে। এদিকে অভিযুক্ত চিকিৎসক বলছেন, থানা-পুলিশ জানার পর বিষয়টি সমাধান হয়ে গেছে। তবে পুলিশ বলছে, এ বিষয়ে তাঁদের জানা নেই।
নবজাতকটি উপজেলার বরমচাল ইউনিয়নের আকিলপুর গ্রামের বাসিন্দা ছালেক মিয়া ও নাজমা বেগমের সন্তান।
নবজাতকের পিতা ছালেক মিয়া বলেন, ‘সোমবার বেলা একটার দিকে আমার অন্তঃসত্ত্বা স্ত্রী নাজমাকে সেইফ ম্যাটারনিটি ক্লিনিকে নিয়ে যায়। এদিন বিকেলে আলট্রাসনোগ্রাফি করে চিকিৎসক জানান, বাচ্চা সুস্থ আছে। সন্ধ্যায় আমার স্ত্রীকে ওই ক্লিনিকের চিকিৎসক সারওয়ার হোসাইন অস্ত্রোপচারের জন্য অপারেশন থিয়েটারে নিয়ে যান। ঘণ্টাখানেক পর অপারেশন থিয়েটার থেকে চিকিৎসক বের হয়ে জানান, মৃত বাচ্চা জন্ম নিয়েছে। পরে নবজাতক সন্তানটির পাসহ শরীরের বিভিন্ন স্থানে চামড়ায় ক্ষতের চিহ্ন দেখতে পাই।’
তিনি আরও বলেন, দিনে আলট্রাসনোগ্রাফি করে বলা হলো বাচ্চা সুস্থ আর এখন কীভাবে বাচ্চা মারা গেল? বিষয়টি চিকিৎসকের কাছে জানতে চাই। কিন্তু এ ব্যাপারে চিকিৎসক কোনো সঠিক উত্তর দেননি। আমার সুস্থ বাচ্চাটি চিকিৎসকের ভুলে অপারেশনের সময় মারা যায়। এর সঠিক বিচার চাই।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে চিকিৎসক সারওয়ার হোসাইন বলেন, ‘এ বিষয়ে থানা-পুলিশ হয়ে গেছে। বিষয়টি সমাধানও হয়ে গেছে। তাই আমাকে নিয়ে টানাটানি করার কী দরকার? এখন আপনি আপনার মতো করে প্রতিবেদন করেন। আমার এ বিষয়ে কোনো মন্তব্য নেই।’
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় বলেন, ‘ভুক্তভোগী পরিবার আমার কাছে এলে হাসপাতালে তাৎক্ষণিক পুলিশ পাঠাই। হাসপাতাল কর্তৃপক্ষ তাদের মতো করে ব্যাখ্যা দিয়েছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দিলে তদন্তের পর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মীমাংসার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমার এ বিষয়ে জানা নেই।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফেরদৌস আক্তার বলেন, ‘অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
কুলাউড়া উপজেলায় এক বেসরকারি চিকিৎসাকেন্দ্র (ক্লিনিক) ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। গত সোমবার সন্ধ্যা সাতটায় কুলাউড়া পৌর শহরের সেইফ ম্যাটারনিটি ক্লিনিকে এ ঘটনা ঘটে। এদিকে অভিযুক্ত চিকিৎসক বলছেন, থানা-পুলিশ জানার পর বিষয়টি সমাধান হয়ে গেছে। তবে পুলিশ বলছে, এ বিষয়ে তাঁদের জানা নেই।
নবজাতকটি উপজেলার বরমচাল ইউনিয়নের আকিলপুর গ্রামের বাসিন্দা ছালেক মিয়া ও নাজমা বেগমের সন্তান।
নবজাতকের পিতা ছালেক মিয়া বলেন, ‘সোমবার বেলা একটার দিকে আমার অন্তঃসত্ত্বা স্ত্রী নাজমাকে সেইফ ম্যাটারনিটি ক্লিনিকে নিয়ে যায়। এদিন বিকেলে আলট্রাসনোগ্রাফি করে চিকিৎসক জানান, বাচ্চা সুস্থ আছে। সন্ধ্যায় আমার স্ত্রীকে ওই ক্লিনিকের চিকিৎসক সারওয়ার হোসাইন অস্ত্রোপচারের জন্য অপারেশন থিয়েটারে নিয়ে যান। ঘণ্টাখানেক পর অপারেশন থিয়েটার থেকে চিকিৎসক বের হয়ে জানান, মৃত বাচ্চা জন্ম নিয়েছে। পরে নবজাতক সন্তানটির পাসহ শরীরের বিভিন্ন স্থানে চামড়ায় ক্ষতের চিহ্ন দেখতে পাই।’
তিনি আরও বলেন, দিনে আলট্রাসনোগ্রাফি করে বলা হলো বাচ্চা সুস্থ আর এখন কীভাবে বাচ্চা মারা গেল? বিষয়টি চিকিৎসকের কাছে জানতে চাই। কিন্তু এ ব্যাপারে চিকিৎসক কোনো সঠিক উত্তর দেননি। আমার সুস্থ বাচ্চাটি চিকিৎসকের ভুলে অপারেশনের সময় মারা যায়। এর সঠিক বিচার চাই।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে চিকিৎসক সারওয়ার হোসাইন বলেন, ‘এ বিষয়ে থানা-পুলিশ হয়ে গেছে। বিষয়টি সমাধানও হয়ে গেছে। তাই আমাকে নিয়ে টানাটানি করার কী দরকার? এখন আপনি আপনার মতো করে প্রতিবেদন করেন। আমার এ বিষয়ে কোনো মন্তব্য নেই।’
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় বলেন, ‘ভুক্তভোগী পরিবার আমার কাছে এলে হাসপাতালে তাৎক্ষণিক পুলিশ পাঠাই। হাসপাতাল কর্তৃপক্ষ তাদের মতো করে ব্যাখ্যা দিয়েছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দিলে তদন্তের পর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মীমাংসার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমার এ বিষয়ে জানা নেই।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফেরদৌস আক্তার বলেন, ‘অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪