Ajker Patrika

ঘর পেলেন বীর মুক্তিযোদ্ধার মেয়ে

দোহার (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০২ নভেম্বর ২০২১, ১৩: ৩১
ঘর পেলেন বীর মুক্তিযোদ্ধার মেয়ে

ঢাকা জেলার জেলার দোহারে বীর মুক্তিযোদ্ধা মরহুম নাসির উদ্দিনের মেয়ে নারগিস সরকারি ঘর পেয়েছেন। উপজেলার কুসুমহাটি ইউনিয়নের চরকুশাই গ্রামে গতকাল সোমবার দুপুরে এই ঘরের কাজ উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আহসান খোকন শিকদার।

সারা দেশের অসচ্ছল মুক্তিযোদ্ধাদের বীরনিবাস দিচ্ছে সরকার। এ অংশ হিসেবেই ঘরটি পেলেন নারগিস।

আলী আহসান খোকন সিকদার বলেন, বঙ্গবন্ধুর ডাকে যাঁরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন তাঁদের মধ্যে অন্যতম একজন নাসির উদ্দিন ফকির।

কুসুমহাটি ইউনিয়ন চেয়ারম্যান আমজাদ হোসেন আজাদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের জন্য ভালো উদ্যোগ নিয়েছেন। শহীদ মুক্তিযোদ্ধা ও অসচ্ছল মুক্তিযোদ্ধাদের একটি করে ঘর দিচ্ছেন। এ জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই।

ঘর পেয়ে নারগিস জানান, ‘আমরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। তিনি আমাদের এত সুন্দর একটা ঘর দিয়েছেন। এতে আমরা অনেক খুশি।’

এ সময় উপস্থিত ছিলেন, বিভাগীয় উপসহকারী প্রকৌশলী কাজী সাজ্জাদ হোসেন, ঢাকা বিভাগের সহকারী প্রকৌশলী মো. গোলাম মোক্তাদির রিয়াদ, উপজেলা সহকারী প্রকৌশলী মো. রেজওয়ান হক, দোহার উপজেলার প্রকল্প অফিসার আল সাইদ, দোহার উপজেলা আওয়ামী লীগ কার্যনির্বাহী সদস্য শাহ সম্রাট চীশতী, কুসুমহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাদের মন্ডল, মনির মাস্টারসহ আরও অনেকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত