Ajker Patrika

বরেন্দ্রের মতো প্রকল্প চালু করতে চান নেপালের মন্ত্রী

রাজশাহী প্রতিনিধি
আপডেট : ২৮ এপ্রিল ২০২২, ১৪: ২২
বরেন্দ্রের মতো প্রকল্প চালু করতে চান নেপালের মন্ত্রী

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) সেচব্যবস্থা দেখতে রাজশাহীর গোদাগাড়ীতে এসেছিলেন নেপালের জ্বালানি, পানিসম্পদ ও সেচমন্ত্রী পাম্পা ভুসাল। কৃষি কার্ডের মাধ্যমে পানি নেওয়া ও পদ্মা নদী থেকে সরমংলা খালের মাধ্যমে সেচ দেওয়ার ব্যবস্থা দেখে মন্ত্রী সন্তোষ প্রকাশ করে বলেছেন, নেপালেও বরেন্দ্র অঞ্চলের মতো মাটি আছে। তাঁরা সেখানে এ ধরনের প্রকল্প চালু করতে চান।

বিএমডিএর অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবুল কাশেম নেপালের মন্ত্রীকে বিদায় দেওয়ার পর তাঁদের এ প্রতিক্রিয়ার কথা জানিয়েছেন।

বিএমডিএর অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবুল কাশেম জানান, নেপালের মন্ত্রী বিএমডিএর সেচব্যবস্থা দেখে পছন্দ করেছেন। বিএমডিএ কর্মকর্তা ও কর্মচারীদের জন্য সরকার থেকে কোনো বেতন নেয় না। নিজের ব্যবস্থাপনায় চলে, এটা জেনে বিষয়টিকে ‘আনকমন’ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, নেপালেও বরেন্দ্র অঞ্চলের মতো মাটি আছে। এ রকম একটি প্রকল্প তাঁদের পাইপলাইনে আছে।

প্রকৌশলী আবুল কাশেম আরও বলেন, প্রতিনিধিদল বিএমডিএর কার্যালয় ঘুরে দেখে এবং বিএমডিএর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে। বৈঠক শেষে বিকেল চারটার দিকে তাঁরা রাজশাহী ত্যাগ করেন।

পাম্পা ভুসালের সঙ্গে নেপালের উচ্চপদস্থ কর্মকর্তাদের একটি প্রতিনিধি দলও ছিল। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে তাঁরা রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ছলং গ্রামে গিয়ে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) একটি গভীর নলকূপ পরিদর্শন করেন।

এই গভীর নলকূপের মাধ্যমে বিএমডিএ কীভাবে ভূগর্ভস্থ পানি তুলছে, কৃষক কীভাবে প্রিপেইড মিটারের সাহায্যে পানি নিচ্ছেন এবং কীভাবে তা কৃষকের জমিতে যাচ্ছে—এসব দেখে ১০ সদস্যের নেপালি প্রতিনিধিদল। এ ছাড়া বিএমডিএর গভীর নলকূপে তোলা পানি কীভাবে পাইপলাইনে খাবার জন্য সরবরাহ করা হচ্ছে, তাঁরা সেটিও দেখেন।

পরে প্রতিনিধিদলের সদস্যরা গোদাগাড়ীর আমতলী ও সরমংলা খাল পরিদর্শন করেন। এরপর সরমংলা খালের পাড়ে তাঁরা এসব বিষয়ে বিএমডিএ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এতে সভাপতিত্ব করেন বিএমডিএর চেয়ারম্যান বেগম আখতার জাহান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত