Ajker Patrika

লাখ টাকা ফিরিয়ে দিলেন যুবক

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৭ অক্টোবর ২০২১, ১৭: ২৪
লাখ টাকা ফিরিয়ে দিলেন যুবক

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মোকলেছুর রহমান নামের এক যুবকের ব্যাংক অ্যাকাউন্টে এক লাখ টাকা এসেছে। কোথা থেকে এসেছে জানেন না তিনি। বিদেশ থেকে কেউ ভুলে হয়তো টাকা ছাড়তে পারে, এমন ধারণা থেকে মালদ্বীপে থাকা তাঁর বন্ধুকে বিষয়টি জানান। পরে নিশ্চিত হন একই উপজেলার মালদ্বীপ প্রবাসী রিপন মিয়া নামের এক ব্যক্তি ভুল করে তাঁর অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছেন। গত সোমবার সকালে প্রবাসী রিপনের নিকট আত্মীয়ের কাছে নগদ টাকা বুঝিয়ে দেন মোকলেছুর।

জানতে চাইলে মোকলেছুর রহমান বলেন, ‘আমার অ্যাকাউন্টে গত ১৯ অক্টোবর এতগুলো টাকা এসেছে। কিন্তু কে পাঠিয়েছে তা জানার চেষ্টা করি। একপর্যায়ে গত ২২ অক্টোবর নিশ্চিত হই যে টাকাগুলো একই উপজেলার চরপাড়াতলা গ্রামের মালদ্বীপ প্রবাসী রিপন ভুল করে পাঠিয়েছেন। বিষয়টি নিশ্চিত হওয়ার পর সোমবার সকালে তাঁর স্বজনদের হাতে টাকা তুলে দিয়েছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

শান্ত যে কারণে টি-টোয়েন্টি দলে, মিরাজ কেন নেই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত