Ajker Patrika

গুজব তুলে হিন্দুদের বিরুদ্ধে মামলা হচ্ছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০২ অক্টোবর ২০২১, ১৫: ৪৫
গুজব তুলে হিন্দুদের বিরুদ্ধে মামলা হচ্ছে

দেশের কিছু কিছু জায়গায় গুজব তুলে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা চালানো হচ্ছে। মিথ্যা মামলা দিয়ে অনেককে হয়রানি করা হচ্ছে। ভোলা জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি গৌরাঙ্গ দে-কে ভুয়া অভিযোগে সম্প্রতি ৫৪ ধারায় গ্রেপ্তার করা হয়েছে। কয়েক স্থানে পূজামণ্ডপে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটছে।

গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাতীয় হিন্দু ফোরাম, হিন্দু যুব ফোরাম এবং হিন্দু ছাত্র ফোরামের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বক্তারা এ-সংক্রান্ত নানা তথ্য তুলে ধরেন। এ সময় পূজামণ্ডপের নিরাপত্তা জোরদার, দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা।

জাতীয় হিন্দু ফোরামের সভাপতি কালীপদ মজুমদার বলেন, ‘সারা দেশে একের পর এক প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটছে। বিশেষ করে দুর্গোৎসবের আগে এ ধরনের ঘটনা সবচেয়ে বেশি ঘটে, যা অত্যন্ত উদ্বেগজনক। পূজামণ্ডপে প্রতিমা নির্মাণ বিঘ্নিত করতে একটি চক্র এ ধরনের কর্মকাণ্ড করছে। সব সরকারের আমলেই এ ধরনের ঘটনা ঘটে। কিন্তু ন্যায়বিচার ও প্রতিকার বেশির ভাগ ক্ষেত্রেই মিলে না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

এস আলমের জামাতার পেটে ৩৭৪৫ কোটি টাকা

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত