Ajker Patrika

যানজট নিরসনে অবৈধ স্থাপনা উচ্ছেদ কাল শুরু, চাঁদা বন্ধ

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২২, ১২: ১৯
যানজট নিরসনে অবৈধ স্থাপনা উচ্ছেদ কাল শুরু, চাঁদা বন্ধ

কুমিল্লা নগরীতে যানজট নিরসন ও সড়কে শৃঙ্খলা ফেরাতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। রাজগঞ্জ থেকে কান্দিরপাড় সড়কে একমুখী চলাচল শুরু, সড়কের ওপর এবং ফুটপাত থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ, সীমাবদ্ধ ইজিবাইক চলাচল এবং যানবাহন থেকে চাঁদাবাজি রোধে সমন্বিত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ সিদ্ধান্ত জানাতে গতকাল সোমবার এবং আজ মঙ্গলবার মাইকিং করা হয়। কাল বুধবার থেকে শুরু হবে উচ্ছেদ অভিযান।

গত রোববার কুমিল্লা সার্কিট হাউসে এক বিশেষ সভায় কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা ড. সফিকুল ইসলাম এ তথ্য জানান। সিটি মেয়র মনিরুল হক সাক্কুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সদর আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ আ ক ম বাহাউদ্দিন বাহার। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ। এ ছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, কোতোয়ালি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা, দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক, ট্রাফিক পুলিশ ইন্সপেক্টরসহ অন্যরা।

সংবাদ সম্মেলনে বলা হয়, পুলিশ লাইন, ঝাউতলা, বাদুরতলা, কান্দিরপাড়, রাজগঞ্জ ও চকবাজার সড়কে এবং সড়কের দুই পাশে ফুটপাতের সকল অবৈধ দোকান, যানবাহন, স্থাপনা ও অন্যান্য স্থাপনা উচ্ছেদ করা হবে। তা ছাড়া পুবালী চত্বর থেকে সালাউদ্দিন মোড়, পুবালী চত্বর থেকে মডার্ন স্কুল, কান্দিরপাড়-সার্কিট হাউস-মোগলটুলী চৌমুহনী-রাজগঞ্জ রোডসহ অন্যান্য সকল সড়কের পাশ থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে হবে। সকল শপিং কমপ্লেক্স এবং মার্কেটের নিচতলায় পার্কিং থাকতে হবে। অন্যথায় যেসব কমপ্লেক্স ও মার্কেটের নিচ তলায় কোনো স্থাপনা কিংবা মালামাল থাকলে তা জব্দ করে খালি করা হবে। কান্দিরপাড়ের নিউ মার্কেট এবং সিটি মার্কেটের বারান্দা ও সামনের সব অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হবে। রাজগঞ্জ শাপলা মোড় থেকে কান্দিরপাড় লিবার্টি মোড় পর্যন্ত একমুখী (ওয়ানওয়ে) গাড়ি চলবে। কান্দিরপাড় থেকে রাজগঞ্জ কোনো যানবাহন সরাসরি যেতে পারবে না। বিশ্ববিদ্যালয় বা স্কুল কলেজ বা কোনো সংস্থার বড় বাস কান্দিরপাড় পুবালি চত্বর অতিক্রম করতে পারবে না। ইজিবাইক চলাচল সীমিত করতে হবে। কোনো সংগঠন বা সংস্থার পক্ষ থেকে সড়কের ওপর তোরণ বা গেট নির্মাণ করতে পারবে না। অন্যদিকে সরকার নির্ধারিত ইজারাকৃত বাসস্ট্যান্ড ব্যতীত অন্য কোথাও ইজিবাইক ও সিএনজিচালিত অটোরিকশা থেকে কোনো চাঁদা তুলতে পারবে না।

কুমিল্লা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. সফিকুল ইসলাম বলেন, সব সিদ্ধান্ত বাস্তবায়নে ৭ সদস্যবিশিষ্ট একটি কমিটি করা হয়েছে। এতে কুসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও কমিটির আহ্বায়ক নেজারত ডেপুটি কালেক্টরকে সদস্যসচিব করা হয়। এ ছাড়া সদস্য হিসেবে আছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, কুমিল্লা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক, বিআরটিএর সহকারী পরিচালক, কুসিকের সহকারী প্রকৌশলী (মোটরযান) এবং পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত