Ajker Patrika

জনতার মুখোমুখি প্রার্থীরা

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ৩১ অক্টোবর ২০২১, ১৭: ২৩
জনতার মুখোমুখি প্রার্থীরা

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সাধারণ জনতার সরাসরি প্রশ্নের উত্তর দিয়েছেন পৌরসভা নির্বাচনের তিন কাউন্সিলর প্রার্থী। গতকাল শনিবার বিকেলে পৌর সদরের ঈদগাহ মাঠে পিপল ডেভেলপমেন্ট প্রসেস (পিডিপি) ও সুশাসনের জন্য নাগরিক (সুজন) যৌথভাবে ‘জনতার মুখোমুখি’শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করে। এতে সার্বিক সহযোগিতা করেছে উপজেলা ধূমপান ও মাদক প্রতিরোধ কমিটি। ওই অনুষ্ঠানে সাধারণ জনতার বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এক নম্বর ওয়ার্ডের তিন কাউন্সিলর প্রার্থী।

অংশ নেওয়া তিন কাউন্সিলর প্রার্থীরা হলেন, পানির বোতল প্রতীকের প্রার্থী শফিকুল ইসলাম আরিফ, পাঞ্জাবি প্রতীকের প্রার্থী জালাল উদ্দিন দুলাল এবং উট পাখি প্রতীকে মো. তৌফিক মিয়া। আরও উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের চার কাউন্সিলর প্রার্থী নাসরিন আক্তার প্রিয়া (আনারস), শাহিদা আক্তার পলি (চশমা), মাহবুবা আক্তার (অটোরিকশা) ও ফাতেমা আক্তার রেখাসহ (জবা ফুল) এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিডিপির চেয়ারম্যান আনম তানভীর হায়দার ভূঁইয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন পিডিপি ও সুজনের সাধারণ সম্পাদক প্রভাষক তরীকুল হাসান শাহীন। অনুষ্ঠানে কাউন্সিলর প্রার্থীদের কাছে সরাসরি প্রশ্ন করেছেন এক নম্বর ওয়ার্ডের সাধারণ জনতা। নির্বাচিত হলে তাঁরা কীভাবে ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ডে পরিণত করবেন, সে বিষয়ে জানতে চান। পাশাপাশি মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ বন্ধে কী ভূমিকা রাখবেন সে বিষয়েও প্রশ্ন করা হয়। এ ছাড়া রাস্তাঘাট উন্নয়ন এবং বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী কার্ড নিরপেক্ষভাবে বিতরণ করা হবে কিনা সে বিষয়েও জানতে চাওয়া হয়।

সাধারণ মানুষের প্রশ্নের জবাবে, তিন প্রার্থীই নির্বাচিত হলে ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন। শফিকুল ইসলাম আরিফ বলেন, ‘আমি বর্তমান কাউন্সিলর। গত পাঁচ বছরে অন্য ওয়ার্ডের তুলনায় এখানে বেশি উন্নয়নমূলক কাজ হয়েছে। আমি ওয়ার্ডবাসীর কাছে আবারও সুযোগ চাই। আমাকে নির্বাচিত করা হলে অসমাপ্ত কাজগুলো শেষ করব। ওয়ার্ডের উন্নয়নে নতুন উদ্যমে কাজ শুরু করব।’

জালাল উদ্দিন দুলাল বলেন, এই ওয়ার্ডটি এখনো অবহেলিত ও উন্নয়ন বঞ্চিত। আমি ওয়ার্ডের ভোটারদের কাছে ভোট ও দোয়া চাই। যদি ওয়ার্ডবাসী আমাকে নির্বাচিত করে, আমি সবাইকে নিয়ে এই ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলব।’

মো. তৌফিক মিয়া বলেন, ‘এক নম্বর ওয়ার্ডবাসী আমাকে চায়। যদি আমি নির্বাচিত হই, তবে এলাকার যুবক, মুরব্বি সবাইকে নিয়ে এক সঙ্গে কাজ করব।’ এ ছাড়া তিনি প্রার্থীই নির্বাচিত হলে এই ওয়ার্ডকে মাদকমুক্ত ওয়ার্ড গড়ে তোলার অঙ্গীকার করেছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

শান্ত যে কারণে টি-টোয়েন্টি দলে, মিরাজ কেন নেই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত