Ajker Patrika

শহীদ ধীরেন্দ্রনাথ দত্তকে নিয়ে প্রামাণ্যচিত্র

আপডেট : ০৯ জুন ২০২২, ১১: ২৭
শহীদ ধীরেন্দ্রনাথ দত্তকে নিয়ে প্রামাণ্যচিত্র

শহীদ ধীরেন্দ্রনাথ দত্তকে নিয়ে তৈরি হলো প্রামাণ্যচিত্র ‘অবিনশ্বর’। পরিচালনা করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নির্মাতা ফাখরুল আরেফিন খান। তিনি এর আগে ‘ভুবন মাঝি’ ও ‘গফ্ফি’ নামের দুটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন। সম্প্রতি কুষ্টিয়া, কুমারখালী ও ঢাকার বেশ কয়েকটি স্থানে শুটিং হয়েছে ‘অবিনশ্বর’-এর। এখন চলছে পোস্ট প্রোডাকশনের কাজ।

২০১৯-২০ সালের সরকারি অনুদানে নির্মিত এই প্রামাণ্যচিত্রে অভিনয় করেছেন নওফেল জিসান, আতিক রহমান, যশ জায়েদী, আমিরুল ইসলাম, শাহীন সরকার, আসলাম আলী, আনোয়ার বাবু, হালিম স্বপন প্রমুখ। পাশাপাশি এই প্রামাণ্য চলচ্চিত্রে ধীরেন্দ্রনাথ দত্তকে নিয়ে কথা বলেছেন মেজর জেনারেল (অব.) ইমামুজ্জামান, লেফটেন্যান্ট কর্নেল (অব.) সাজ্জাদ জহির, বীর প্রতীক ও ধীরেন্দ্রনাথ দত্তের নাতনি সংসদ সদস্য অ্যারোমা দত্ত।

নির্মাতা ফাখরুল আরেফিন খান বলেন, ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধে যে কয়েকজন মানুষকে নিয়ে আমরা আলোচনা করি, সেখানে ধীরেন্দ্রনাথ দত্ত অনুপস্থিত। অথচ বাংলাদেশের মুক্তিযুদ্ধের মূল সূতিকাগার ভাষা আন্দোলনের প্রথম পদক্ষেপ নিয়েছিলেন তিনি। সে কারণেই শেষ পর্যন্ত তাঁকে প্রাণ দিতে হয়েছিল ১৯৭১ সালে।’

গড়াই ফিল্মসের ব্যানারে নির্মিত ‘অবিনশ্বর’ প্রামাণ্যচিত্রটি আগামী ২ নভেম্বর শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের ১৩৬তম জন্মবার্ষিকীতে মুক্তি পাবে বলে জানিয়েছেন নির্মাতা ফাখরুল আরেফিন খান।

ধীরেন্দ্রনাথ দত্ত একজন ভাষাসৈনিক। তিনি ছিলেন একাধারে আইনজীবী, সমাজকর্মী ও রাজনীতিবিদ। ১৯৪৭ সালে দেশভাগের পর বাংলা ভাষা নিয়ে প্রথম সরব হয়েছিলেন তিনি।

১৯৭১ সালের ২৯ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনীর ধীরেন্দ্রনাথ দত্ত ও তাঁর ছেলে দিলীপকুমার দত্তকে গ্রেপ্তার করে এবং কুমিল্লা ক্যান্টনমেন্টে অমানবিক নির্যাতনে হত্যা করা হয় তাঁদের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

অপারেশন সিঁদুরে নিহত প্রায় দেড় শ সেনার তালিকা প্রকাশ করে মুছে ফেলল পাকিস্তানি টিভি

আমরা দখল করি লঞ্চঘাট-বাসস্ট্যান্ড, জামায়াত করে বিশ্ববিদ্যালয়: আলতাফ হোসেন চৌধুরী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত