শহীদ ধীরেন্দ্রনাথ দত্তকে নিয়ে তৈরি হলো প্রামাণ্যচিত্র ‘অবিনশ্বর’। পরিচালনা করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নির্মাতা ফাখরুল আরেফিন খান। তিনি এর আগে ‘ভুবন মাঝি’ ও ‘গফ্ফি’ নামের দুটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন। সম্প্রতি কুষ্টিয়া, কুমারখালী ও ঢাকার বেশ কয়েকটি স্থানে শুটিং হয়েছে ‘অবিনশ্বর’-এর। এখন চলছে পোস্ট প্রোডাকশনের কাজ।
২০১৯-২০ সালের সরকারি অনুদানে নির্মিত এই প্রামাণ্যচিত্রে অভিনয় করেছেন নওফেল জিসান, আতিক রহমান, যশ জায়েদী, আমিরুল ইসলাম, শাহীন সরকার, আসলাম আলী, আনোয়ার বাবু, হালিম স্বপন প্রমুখ। পাশাপাশি এই প্রামাণ্য চলচ্চিত্রে ধীরেন্দ্রনাথ দত্তকে নিয়ে কথা বলেছেন মেজর জেনারেল (অব.) ইমামুজ্জামান, লেফটেন্যান্ট কর্নেল (অব.) সাজ্জাদ জহির, বীর প্রতীক ও ধীরেন্দ্রনাথ দত্তের নাতনি সংসদ সদস্য অ্যারোমা দত্ত।
নির্মাতা ফাখরুল আরেফিন খান বলেন, ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধে যে কয়েকজন মানুষকে নিয়ে আমরা আলোচনা করি, সেখানে ধীরেন্দ্রনাথ দত্ত অনুপস্থিত। অথচ বাংলাদেশের মুক্তিযুদ্ধের মূল সূতিকাগার ভাষা আন্দোলনের প্রথম পদক্ষেপ নিয়েছিলেন তিনি। সে কারণেই শেষ পর্যন্ত তাঁকে প্রাণ দিতে হয়েছিল ১৯৭১ সালে।’
গড়াই ফিল্মসের ব্যানারে নির্মিত ‘অবিনশ্বর’ প্রামাণ্যচিত্রটি আগামী ২ নভেম্বর শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের ১৩৬তম জন্মবার্ষিকীতে মুক্তি পাবে বলে জানিয়েছেন নির্মাতা ফাখরুল আরেফিন খান।
ধীরেন্দ্রনাথ দত্ত একজন ভাষাসৈনিক। তিনি ছিলেন একাধারে আইনজীবী, সমাজকর্মী ও রাজনীতিবিদ। ১৯৪৭ সালে দেশভাগের পর বাংলা ভাষা নিয়ে প্রথম সরব হয়েছিলেন তিনি।
১৯৭১ সালের ২৯ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনীর ধীরেন্দ্রনাথ দত্ত ও তাঁর ছেলে দিলীপকুমার দত্তকে গ্রেপ্তার করে এবং কুমিল্লা ক্যান্টনমেন্টে অমানবিক নির্যাতনে হত্যা করা হয় তাঁদের।
শহীদ ধীরেন্দ্রনাথ দত্তকে নিয়ে তৈরি হলো প্রামাণ্যচিত্র ‘অবিনশ্বর’। পরিচালনা করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নির্মাতা ফাখরুল আরেফিন খান। তিনি এর আগে ‘ভুবন মাঝি’ ও ‘গফ্ফি’ নামের দুটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন। সম্প্রতি কুষ্টিয়া, কুমারখালী ও ঢাকার বেশ কয়েকটি স্থানে শুটিং হয়েছে ‘অবিনশ্বর’-এর। এখন চলছে পোস্ট প্রোডাকশনের কাজ।
২০১৯-২০ সালের সরকারি অনুদানে নির্মিত এই প্রামাণ্যচিত্রে অভিনয় করেছেন নওফেল জিসান, আতিক রহমান, যশ জায়েদী, আমিরুল ইসলাম, শাহীন সরকার, আসলাম আলী, আনোয়ার বাবু, হালিম স্বপন প্রমুখ। পাশাপাশি এই প্রামাণ্য চলচ্চিত্রে ধীরেন্দ্রনাথ দত্তকে নিয়ে কথা বলেছেন মেজর জেনারেল (অব.) ইমামুজ্জামান, লেফটেন্যান্ট কর্নেল (অব.) সাজ্জাদ জহির, বীর প্রতীক ও ধীরেন্দ্রনাথ দত্তের নাতনি সংসদ সদস্য অ্যারোমা দত্ত।
নির্মাতা ফাখরুল আরেফিন খান বলেন, ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধে যে কয়েকজন মানুষকে নিয়ে আমরা আলোচনা করি, সেখানে ধীরেন্দ্রনাথ দত্ত অনুপস্থিত। অথচ বাংলাদেশের মুক্তিযুদ্ধের মূল সূতিকাগার ভাষা আন্দোলনের প্রথম পদক্ষেপ নিয়েছিলেন তিনি। সে কারণেই শেষ পর্যন্ত তাঁকে প্রাণ দিতে হয়েছিল ১৯৭১ সালে।’
গড়াই ফিল্মসের ব্যানারে নির্মিত ‘অবিনশ্বর’ প্রামাণ্যচিত্রটি আগামী ২ নভেম্বর শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের ১৩৬তম জন্মবার্ষিকীতে মুক্তি পাবে বলে জানিয়েছেন নির্মাতা ফাখরুল আরেফিন খান।
ধীরেন্দ্রনাথ দত্ত একজন ভাষাসৈনিক। তিনি ছিলেন একাধারে আইনজীবী, সমাজকর্মী ও রাজনীতিবিদ। ১৯৪৭ সালে দেশভাগের পর বাংলা ভাষা নিয়ে প্রথম সরব হয়েছিলেন তিনি।
১৯৭১ সালের ২৯ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনীর ধীরেন্দ্রনাথ দত্ত ও তাঁর ছেলে দিলীপকুমার দত্তকে গ্রেপ্তার করে এবং কুমিল্লা ক্যান্টনমেন্টে অমানবিক নির্যাতনে হত্যা করা হয় তাঁদের।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫