Ajker Patrika

ধুম ফোর মাতাবেন রণবীর কাপুর

ধুম ফোর মাতাবেন রণবীর কাপুর

২০০৪ সালে একটি সিনেমা বলিউডের দর্শকদের চমকে দিয়েছিল। বদলে দিয়েছিল হিন্দি অ্যাকশন সিনেমার প্রচলিত গল্প বলার ধরন। সিনেমাটির নাম ‘ধুম’। জন আব্রাহাম, অভিষেক বচ্চন ও উদয় চোপড়ার ভিন্ন রকম উপস্থিতি তাঁদের জনপ্রিয়তা বাড়িয়ে দেয় বহুগুণ। জন আব্রাহামের ধূসর চরিত্রের প্রেমে পড়ে গিয়েছিল দর্শক। আদিত্য চোপড়া প্রযোজিত সিনেমাটি পরিচালনা করেন সঞ্জয় গাদভি।

এর দুই বছর পর ধুম টুতে আদিত্য চোপড়া নিয়ে আসেন হৃতিক রোশনকে। এ পর্বও ব্যাপক জনপ্রিয় হওয়ার পর তৃতীয় পর্বে আসেন আমির খান। এটি মুক্তি পায় ২০১৩ সালে। ১১ বছর পর আবারও ধুমের দিকে মনোযোগ দিয়েছে যশ রাজ ফিল্মস। কয়েক মাস ধরে বলিউডের অন্দরে ভেসে বেড়াচ্ছে, ধুম ফোর নিয়ে কাজ শুরু করেছে প্রতিষ্ঠানটি। নতুন গল্প লেখা হয়েছে। আলোচনা চলছে অভিনয়শিল্পীদের সঙ্গে।

জন আব্রাহাম, হৃতিক রোশন, আমির খানের পর এবার কাকে তুরুপের তাস হিসেবে ব্যবহার করবে যশ রাজ ফিল্মস? সেটাই জানার অপেক্ষায় ছিলেন ভক্তরা। গতকাল রণবীর কাপুরের জন্মদিনে জানা গেল সে খবর। পিঙ্কভিলা জানিয়েছে, ধুম ফোরে এবার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন রণবীর। প্রযোজক আদিত্য চোপড়ার সঙ্গে দীর্ঘদিন ধরে ধুম নিয়ে আলোচনা চলছে রণবীরের। প্রাথমিক গল্প শুনে রাজি হয়েছেন অভিনেতা। সব ঠিক থাকলে রণবীরকে নিয়ে শিগগিরই আসবে ধুম ফোরের ঘোষণা।

তবে এবার পুলিশ কর্মকর্তার ভূমিকায় আর অভিষেক বচ্চনকে দেখা যাবে না। উদয় চোপড়া আগেই অভিনয় থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন। শোনা যাচ্ছে, দুই পুলিশ কর্মকর্তার চরিত্রের জন্য যশ রাজ ফিল্মসের পক্ষ থেকে প্রস্তাব গেছে বলিউডের এ প্রজন্মের দুই জনপ্রিয় অভিনেতার কাছে।ধুম ফোরে থাকছেন না অভিষেক বচ্চনএরই মধ্যে শুরু হয়েছে ধুম ফোরের নির্মাণ প্রস্তুতি পর্ব। শোনা যাচ্ছে, ‘ওয়ার টু’ সিনেমার শুটিং নিয়ে প্রযোজক আদিত্য খুবই উচ্ছ্বসিত। তিনি ধুম ফোরও অয়ন মুখার্জিকে দিয়ে বানাতে চান। এ ব্যাপারে মৌখিক কথাবার্তা হয়ে গেছে তাঁদের। সব ঠিক থাকলে ধুম ফোরের নির্মাতা হিসেবে তাঁকে দেখা যাবে।

২০২৫ সালের শেষ দিকে অথবা ২০২৬ সালের শুরুতে শুটিংয়ে যাবে ধুম ফোর। এর মধ্যে রণবীর তাঁর ‘লাভ অ্যান্ড ওয়ার’, ‘রামায়ণ’-এর প্রথম ও দ্বিতীয় পর্বের শুটিং শেষ করবেন। এরপরই যোগ দেবেন ধুমের শুটিংয়ে। ধুম ফোর হতে যাচ্ছে রণবীর কাপুরের ক্যারিয়ারের ২৫তম সিনেমা। বিশেষ এই প্রজেক্ট দিয়েই ক্যারিয়ারের সিলভার জুবলি উদ্‌যাপন করবেন অভিনেতা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত