Ajker Patrika

তামিমদের বিপিএল প্রস্তুতি বিসিএল দিয়ে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ৩১ ডিসেম্বর ২০২১, ১১: ৩৬
তামিমদের বিপিএল প্রস্তুতি বিসিএল দিয়ে

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) বড় দৈর্ঘ্যের সংস্করণ শেষ হওয়ার পর জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে মাঠে গড়াবে ওয়ানডে সংস্করণ। ২১ জানুয়ারি বিপিএল শুরুর আগে তাই বিসিএলের ওয়ানডে সংস্করণকে পাখির চোখ করছেন জাতীয় দলের একঝাঁক তারকা ক্রিকেটার। ৯ জানুয়ারি সিলেটে শুরু এ লিগে খেলার কথা মাহমুদউল্লাহ রিয়াদ, মোস্তাফিজুর রহমান, তামিম ইকবাল এমনকি সাকিব আল হাসানেরও।

সর্বশেষ পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের আগে টেস্ট থেকে আনুষ্ঠানিক অবসরের ঘোষণা দেন মাহমুদউল্লাহ। টেস্ট থেকে অবসর নেওয়ায় তিনি খেলেননি বিসিএলের চার দিনের সংস্করণ। বিপিএল সামনে রেখে বিসিএলের ওয়ানডে সংস্করণ দিয়ে মাঠে ফিরছেন তিনি। টুর্নামেন্ট দুটো সামনে রেখে মিরপুরে প্রতিদিন অনুশীলনও করতে দেখা যাচ্ছে তাঁকে। মাঠে ফেরার অপেক্ষায় আছেন মোস্তাফিজও। পিঠের চোটে পড়ে পাকিস্তানের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি খেলেননি তিনি। খেলছেন না বিসিএলের বড় দৈর্ঘ্যের সংস্করণেও। চোট থেকে ফিরে বিসিএল ওয়ানডে খেলতে মিরপুরে নিয়মিত বোলিং করছেন মোস্তাফিজ।

বিসিএলকে বিপিএলের প্রস্তুতির মঞ্চ হিসেবে পাচ্ছেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক তামিম। এপ্রিলে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের পর থেকে চোটের সঙ্গে লড়ছেন তিনি। একইভাবে বিপিএলের আগে বিসিএলের কয়েকটা ম্যাচে দেখা যেতে পারে সাকিবকে। চারজনের কেউ বিসিএলের লংগার ভার্সনে ছিলেন না। বিপিএলের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার লক্ষ্যেই বিসিএল ওয়ানডেতে ফিরছেন তাঁরা।

তারকা ক্রিকেটারদের ফেরা নিয়ে বিসিবির নির্বাচক হাবিবুল বাশার সুমন আজকের পত্রিকাকে বললেন, ‘খেলার মধ্যে ফিরতে চাইছে তারা। অনেক দিন খেলার বাইরে আছে, যতটুকুই খেলবে, সেটা ওদের সহায়তা করবে। প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার চেয়ে ভালো প্রস্তুতি আর কী হতে পারে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

খালার সঙ্গে শত্রুতা মুহাম্মদ ইউনূসের, আমি ‘কোল্যাটারাল ড্যামেজ’: টিউলিপ সিদ্দিক

‘কাল দেখা হইবে, ভালো থাকিস’—ছেলেকে বলেছিলেন গণপিটুনিতে নিহত প্রদীপ

দেখো, ওর থেকে আরও ৫ লাখ নিতে পারো কি না—মেসেঞ্জার কলে এনসিপি নেতা নিজাম

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত