Ajker Patrika

বাজেট নেই মিঠুনও নেই

বাজেট নেই মিঠুনও নেই

টালিউডের দেব এখন শুধু অভিনেতাই নন, প্রযোজকও। ইদানীং নিজের সিনেমাগুলোয় তিনি নিজেই অর্থ লগ্নি করেন। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে সর্বশেষ ‘কাছের মানুষ’ করার পর আরেকটি প্রজেক্ট নিয়ে হাজির দেব। এই সিনেমার নাম ‘প্রজাপতি’। বানিয়েছেন অভিজিৎ সেন। মিঠুন চক্রবর্তী সিনেমাটির বড় আকর্ষণ।

সম্প্রতি বেশ বড় আয়োজন করে ‘প্রজাপতি’র পোস্টার উন্মোচন করা হলো। অনুষ্ঠানে এসেছিলেন দেব, মমতা শঙ্কর, শ্বেতা ভট্টাচার্য, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, বিশ্বনাথ বসুসহ সিনেমাটির অন্যান্য অভিনয়শিল্পী ও কলাকুশলীরা। তবে যিনি প্রজাপতির মূল আকর্ষণ, সেই মিঠুন চক্রবর্তীকেই পাওয়া যায়নি অনুষ্ঠানে।

 কেন আসেননি তিনি জানতে চাইলে কোনো ভণিতা  করলেন না দেব। সরাসরি জানিয়ে দিলেন, ‘আপনারা হয়তো আশা করেছিলেন মিঠুন চক্রবর্তীও আসবেন। কিন্তু সত্যি বলছি, মুম্বাই থেকে মিঠুনদাকে নিয়ে আসার মতো বাজেট আমাদের নেই। ওর বিজনেস ক্লাসের টিকিট, হোটেল—সব মিলে অনেক খরচ হয়ে যেত। সিনেমায় ওকে কাজ করাতে পেরেছি, এটাই আমাদের কাছে অনেক। শেষের দিকে প্রচারের সময় হয়তো তিনি আসবেন। কিন্তু প্রাথমিক অনুষ্ঠানগুলোতে ওকে অ্যাফোর্ড করতে পারব না।’

প্রজাপতি মুক্তি পাবে বড়দিন উপলক্ষে। সদ্য প্রকাশিত পোস্টারে দেখা গেছে, মিঠুন চক্রবর্তীকে পেছন থেকে হাসিমুখে জড়িয়ে ধরেছেন দেব। এই সিনেমায় বাবা-ছেলের ভূমিকায় দেখা যাবে তাঁদের। বাবা-ছেলের আবেগ, অনুভূতি ও দুই প্রজন্মের ভাবনার মিশেলে এগিয়ে যাবে গল্প। প্রজাপতির হাত ধরেই ফিরছে মৃণাল সেনের ‘মৃগয়া’ সিনেমার কালজয়ী জুটি মিঠুন চক্রবর্তী ও মমতা শঙ্কর। প্রায় ৪৬ বছর পর একসঙ্গে অভিনয় করলেন তাঁরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত