Ajker Patrika

অবৈধভাবে জমি ভরাট, সড়কে জলাবদ্ধতা , খানাখন্দ

তিতাস প্রতিনিধি
আপডেট : ০৭ নভেম্বর ২০২১, ১২: ৪৫
অবৈধভাবে জমি ভরাট, সড়কে জলাবদ্ধতা , খানাখন্দ

তিতাস উপজেলা পরিষদ সংলগ্ন গৌরীপুর-হোমনা সড়কের দুই পাশের জমি বালু দিয়ে ভরাট করে অবৈধ দোকানঘর নির্মাণ করা হয়েছে। সড়কের পানি নিষ্কাশনের জন্য রাখা হয়নি কোনো নালার ব্যবস্থা। এতে বৃষ্টি হলেই সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। দখল করা জমি সড়ক ও জনপথ বিভাগের।

অপরদিকে এই অংশে সড়কের কার্পেটিং উঠে সৃষ্টি হয়েছে খানাখন্দের। এতে যানবাহন ও পথচারীরা চলাচলে ভোগান্তি পোহাচ্ছেন। থেমে থেমে চলছে যানবাহন। গৌরীপুর-হোমনা ভায়া তিতাস সড়কটির এই দশায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ রয়েছে।

স্থানীয় অটোরিকশাচালক জাকির বলেন, এই সড়কে পানি জমে থাকে। এতে কার্পেটিং নষ্ট হয়ে যাচ্ছে। তৈরি হয়েছে অসংখ্য গর্তের।

পথচারী খলিলুর রহমান বলেন, ‘সড়কের দুই পাশে বালু দিয়ে ভরাট করার ফলে পানি নিষ্কাশনের ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। এর ফলে এখানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সড়কটি ঠিক করে পথচারী ও যানবাহন চালকদের দুর্ভোগ লাঘব করার দাবি জানাই।’

কুমিল্লা-হোমনা বাসের যাত্রী সোহেল মিয়া বলেন, ‘প্রশাসনের নাকের ডগায় সড়ক ও জনপথের জমি ভরাট করে পানি নিষ্কাশনের ব্যবস্থা বন্ধ করে দিয়েছে। এর ফলে এখানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এ ছাড়া সড়কে গর্ত হয়ে যানবাহন চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। তিতাসের জিয়ারকান্দি গোমতী সেতুর উত্তর পাড় থেকে হোমনা পর্যন্ত পুরো সড়কজুড়ে রয়েছে বড় বড় গর্ত।’

কুমিল্লা সড়ক ও জনপথের প্রকৌশলী মো. রেজা-ই-রাব্বির সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি বলেন, ‘আমি উপবিভাগীয় প্রকৌশলীকে বলে দিচ্ছি, উনি ব্যবস্থা নেবেন।’

উপবিভাগীয় প্রকৌশলী নাজমুল শাকিব বলেন, ‘ইতিমধ্যে দুটি দরপত্র হয়েছে। আমাদের কাজ চলছে। অবৈধ স্থাপনা উচ্ছেদের বিষয়টি একটি চলমান প্রক্রিয়া।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত