Ajker Patrika

ভুতিয়ার জলাবদ্ধতা ঠেকাতে বাঁধ নির্মাণ

তেরখাদা প্রতিনিধি
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২১, ১৫: ১০
ভুতিয়ার জলাবদ্ধতা ঠেকাতে বাঁধ নির্মাণ

তেরখাদা উপজেলার ভুতিয়ার বিলের জলাবদ্ধতা নিরসনে বাঁধ নির্মাণ করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর ইউনিয়নের নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান এফ এম অহিদুজ্জামানের নেতৃত্বে স্বেচ্ছাশ্রমে এ বাঁধ নির্মাণ করা হয়।

জানা গেছে, পানি কমে গিয়ে ভুতিয়ার বিল জেগে ওঠায় কৃষকেরা চাষাবাদের জন্য প্রস্তুতি নিচ্ছেন। এ অবস্থায় পাশের চিত্রা নদীর জোয়ারের পানি বা লবণ পানি এই বিলে আটরিয়ার খাল দিয়ে ঢুকে যায়। এতে চাষাবাদ ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে। চলতি ইরি বোরো মৌসুমে কৃষকেরা যাতে তাদের জমিতে ধান রোপণ করতে এ জন্য গত সোমবার আটলিয়ার খালে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বাঁধ নির্মাণের কাজ শুরু হয়। এ কাজ শেষ হয় বুধবার।

ভুতিয়ার বিল দীর্ঘদিন জলাবদ্ধতার কারণে তেরখাদা, সাচিয়াদাহ, ছাগলাদহ ইউনিয়নের হাজার হাজার একর জমি চাষাবাদের অনুপযোগী ছিল। আটলিয়ার বাঁধটি নির্মাণের ফলে এই বিলে আর বাইরের পানি ঢুকতে পারবে না। এতে কৃষকেরা আশার আলো দেখতে পাচ্ছেন। চলতি ইরি বোরো মৌসুমে বিলে তারা ধান রোপণ করতে শুরু করেছে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান এফ এম অহিদুজ্জামান তার সংগঠনের নেতা-কর্মী ও স্থানীয় এলাকাবাসীকে নিয়ে এ বাঁধ নির্মাণ করেন। বাঁধ নির্মাণের এ কাজ সাধারণ মানুষের কাছে বেশ প্রশংসিত হয়েছে।

তেরখাদা উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ভুতিয়ার বিলটির আয়তন প্রায় সাড়ে ৩ হাজার হেক্টর। এর মধ্যে মাত্র ৪০-৫০ হেক্টর জমিতে পদ্ম ফুল ফোটে। বাকি বিল জুড়ে হোগলা, শেওলা আর আগাছা। এই পদ্ম ফুলের টানে প্রতি বছর অনেক দর্শনার্থীই এখানে ঘুরতে আসেন। তাই এ এলাকা জুড়ে স্থানীয়দের মাঝে মৌসুমী কর্মসংস্থান চাঙ্গা হয়ে ওঠে।

স্থানীয়রা জানান, আগেকার দিনে কোনো বিয়ে-শাদীতে বা মেজবানে ডেকোরেটরের ভাড়া করা থালা-বাসন মিলতো না। সে সময় অতিথি আপ্যায়ণ করা হতো পদ্ম পাতায়। শুধু পদ্ম আর পাতাই নয়, দেশি মাছের ভান্ডার ছিল পদ্মবিল। কৈ, শিং, মাগুরের মজুদ থাকতো এখানে। শীতে পানি কমতেই পলুই, কোচ আর হাতড়িয়ে মাছ ধরতে জলে নেমে পড়তো সবাই। চারদিকে উৎসবের আমেজ ছড়িয়ে পড়তো সে সময়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত