Ajker Patrika

মেয়র হলেন তোফাইল স্বতন্ত্রের ভোট বর্জন

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১৭ জানুয়ারি ২০২২, ১৩: ৩৪
মেয়র হলেন তোফাইল স্বতন্ত্রের ভোট বর্জন

চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট এস এম তোফাইল বিন হোসাইন।

এদিকে গতকাল রোববার দুপুর ১২টার দিকে আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে ভোট কারচুপি ও কেন্দ্র দখলের অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দেন স্বতন্ত্র প্রার্থী বিএনপির নেতা কামরুল ইসলাম হোসাইনী।

আর ভোটগ্রহণ শুরুর পর থেকে কয়েকটি কেন্দ্রে কারচুপি ও অনিয়মের অভিযোগ করেন একাধিক কাউন্সিলর প্রার্থী। তাঁরা প্রহসনের নির্বাচন হিসেবে উল্লেখ করেন।

এ সময় কামরুল ইসলাম হোসাইনী বলেন, ‘অনেক কেন্দ্র থেকে আমার কর্মীদের বের করে দেওয়া হয়েছে। এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না। খুবই দুঃখের বিষয়। আমি এর আগেও নির্বাচন করেছি। বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলাম। এ রকম প্রহসনমূলক নির্বাচনের শিকার আর কখনো হইনি। এ জন্য আমি নির্বাচন বর্জন করতে বাধ্য হয়েছি।’

অপরদিকে বিজয়ী মেয়র তোফাইল বিন হোসাইন বলেন, ‘জনগণ বিপুল ভোটে আমাকে নির্বাচিত করেছেন। এ জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী হেরে যাচ্ছে দেখে বিভিন্ন অজুহাত তুলে আগেভাগেই নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। এটি কোনোভাবেই কাম্য নয়।’

বিজয়ী মেয়র আরও বলেন, ‘ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ হয়েছে। এখানে কারচুপি করার কিছুই নেই। তারপরও নির্বাচনে হেরে যাচ্ছে দেখে নির্বাচন বর্জন করেন কামরুল ইসলাম হোসাইনী।’

জানা গেছে, ১৪ হাজার ৩৪৫ ভোট পেয়েছেন এস এম তোফাইল বিন হোসাইন। সাবেক মেয়র কামরুল ইসলাম হোসাইনী পেয়েছেন ১ হাজার ৩৫৯ ভোট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালার সঙ্গে শত্রুতা মুহাম্মদ ইউনূসের, আমি ‘কোল্যাটারাল ড্যামেজ’: টিউলিপ সিদ্দিক

এনসিপি নেতার বাড়িতে কাফনের কাপড়, চিরকুটে লেখা—‘প্রস্তুত হ রাজাকার’

৪০ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার, অর্থ ফেরতের নির্দেশ

গণশুনানিতে দুদক চেয়ারম্যানের প্রতি ক্ষোভ দেখালেন মৎস্যচাষি

‘কাল দেখা হইবে, ভালো থাকিস’—ছেলেকে বলেছিলেন গণপিটুনিতে নিহত প্রদীপ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত