Ajker Patrika

শিল্পী-নির্মাতার সংকট কাটাতে উদ্যোগ

আপডেট : ০৬ জুলাই ২০২২, ১০: ৩১
শিল্পী-নির্মাতার সংকট কাটাতে উদ্যোগ

ভালো অভিনয়শিল্পীর সংকট তো আছেই, বাংলাদেশে ভালো নির্মাতার সংকটও প্রবল। এ সংকট কাটাতে উদ্যোগ নিয়েছে দেশের অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই। এর আগে প্রতিষ্ঠানটি ‘৭ দুগুণে ১৪’ শিরোনামে নতুন নির্মাতাদের দিয়ে ১৪টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র তৈরি করেছিল। এবার ঈদে ‘গল্পকল্পদ্রুম’ শিরোনামে আরও ১৪টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নিয়ে হাজির হয়েছেআলফা আই। বেঙ্গল মিট নিবেদিত সাইকোলজিক্যাল ঘরানার এসব চলচ্চিত্র পরিচালনা করেছেন একঝাঁক নতুন মুখ। অভিনয় যাঁরা করেছেন, তাঁরাও বেশির ভাগ নতুন শিল্পী। পুরো আয়োজনে ক্রিয়েটিভ প্রডিউসার হিসেবে কাজ করেছেন নির্মাতা অনিমেষ আইচ।

দীপ্ত টিভিতে ঈদের ৭ দিন প্রতিদিন রাত ১১টা ৫৫ মিনিট ও রাত ১২টা ৩০ মিনিটে দুটি করে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রচারিত হবে। ঈদের প্রথম দিন দেখা যাবে রাজীব আশরাফের পরিচালনায় ‘মগজে মহাপ্রলয়’। এতে অভিনয় করেছেন তাহিরুজ্জামান বাবু, হুমায়রা স্নিগ্ধা ও আসমা বৃষ্টি। একই দিন থাকবে অনিমেষ আইচের পরিচালনায় ‘নাইট ইজ স্টিল ইয়াং’। বাকার বকুল, রুকাইয়া জাহান চমক ও পরাণ জহির অভিনয় করেছেন এতে। দ্বিতীয় দিন প্রচারিত হবে আলভী আহমেদের পরিচালনায় ‘প্যারাডক্স’। রুনা খান ও মাহিন হাসান অভিনয় করেছেন এতে। ‘আংটি’ শর্টফিল্মটি বানিয়েছেন যারযিস আহমেদ। অভিনয়ে রওনক হাসান ও ফারজানা ছবি।

‘পৃষ্ঠা ৩ কলাম ৪’ স্বল্পদৈর্ঘ্যের পোস্টারতৃতীয় দিনের শর্টফিল্ম ‘পৃষ্ঠা ৩ কলাম ৪’ বানিয়েছেন শাহাদাত শিকদার। অভিনয় করেছেন নরেশ ভুঁইয়া ও নাদিয়া মীম। একই দিন থাকবে মাহমুদ হাসান শুভর ‘চন্দ্রগ্রস্ত’। গীতশ্রী, শারমিন আঁখি ও লীজা খানম অভিনয় করেছেন এতে। চতুর্থ দিন থাকবে ওমর ফারুকের ‘বাতাসের লাল ফুল’। অভিনয়ে ইকবাল হোসেন ও শারমিন আঁখি। একই দিন থাকবে রোকেয়া প্রাচীর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘শ্বাপদ’।

‘পাগল পাগল সবাই পাগল’ স্বল্পদৈর্ঘ্যের পোস্টারপঞ্চম দিন প্রচারিত হবে ফাহিম ফেরদৌসের ‘পাগল পাগল সবাই পাগল’। অভিনয় করেছেন কাজী নওশাবা আহমেদ ও ইকবাল হোসেন। রাকায়েত রাব্বির ‘জহরে কহরে’ প্রচারিত হবে একই দিনে। অভিনয়ে আশিষ খন্দকার ও মৌ। রওনাকুরের পরিচালনায় ‘ভূতের গালগল্প’ প্রচারিত হবে ষষ্ঠ দিন। অভিনয়ে শাহ আলম দুলাল ও নাসির খান। একই দিনে থাকবে অবিনাশের পরিচালনায় ‘টাইমলুপ’। অভিনয়ে নাশা, নিহা ও অনির্বাণ। সপ্তম দিন থাকবে সাদেক সাব্বির পরিচালিত ‘হরিহর’। অভিনয়ে শেখ ইসতিয়াক ও সাব্বির আহমেদ। সজীব তানভীর বানিয়েছেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ঋণ আত্মিক’। অভিনয়ে হাসান মাহমুদ ও দিলরুবা দোয়েল।

‘মগজে মহাপ্রলয়’ স্বল্পদৈর্ঘ্যের পোস্টারস্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের উদ্যোগটি নিয়ে আলফা আইয়ের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল বলেন, ‘কোভিডের টাইমে আমরা শর্টফিল্মের প্রজেক্টটি শুরু করেছিলাম। সেটা এবারও অব্যাহত রেখেছি। আমার কাছে মনে হয়, অল্প সময়ের ভেতরে ঠিকঠাকমতো যিনি গল্পটা বলতে পারবেন, তাঁকে আরও অনেক কাজে আমরা ইনভলভ করতে পারব। সেটা ওয়েব সিরিজ কিংবা সিনেমা। তাই আমরা নতুন আর্টিস্ট, নতুন ডিরেক্টরদের ইনভলভ করি এখানে।’

অনিমেষ আইচ বলেন, ‘আমরা কেবল শিল্পীর সংকটে ভুগছি না, নির্মাতাদেরও সংকট আছে। মেধাবী অনেক তরুণ আছেন, যাঁরা সুযোগের অভাবে কাজ করতে পারছেন না। তাঁদের সুযোগটা করে দিতে চাই। ইন্ডাস্ট্রিতে নতুন ডিরেক্টর, নতুন আর্টিস্ট তৈরি করাই এ প্রজেক্টের উদ্দেশ্য।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

অপারেশন সিঁদুরে নিহত প্রায় দেড় শ সেনার তালিকা প্রকাশ করে মুছে ফেলল পাকিস্তানি টিভি

আমরা দখল করি লঞ্চঘাট-বাসস্ট্যান্ড, জামায়াত করে বিশ্ববিদ্যালয়: আলতাফ হোসেন চৌধুরী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত