ভালো অভিনয়শিল্পীর সংকট তো আছেই, বাংলাদেশে ভালো নির্মাতার সংকটও প্রবল। এ সংকট কাটাতে উদ্যোগ নিয়েছে দেশের অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই। এর আগে প্রতিষ্ঠানটি ‘৭ দুগুণে ১৪’ শিরোনামে নতুন নির্মাতাদের দিয়ে ১৪টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র তৈরি করেছিল। এবার ঈদে ‘গল্পকল্পদ্রুম’ শিরোনামে আরও ১৪টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নিয়ে হাজির হয়েছেআলফা আই। বেঙ্গল মিট নিবেদিত সাইকোলজিক্যাল ঘরানার এসব চলচ্চিত্র পরিচালনা করেছেন একঝাঁক নতুন মুখ। অভিনয় যাঁরা করেছেন, তাঁরাও বেশির ভাগ নতুন শিল্পী। পুরো আয়োজনে ক্রিয়েটিভ প্রডিউসার হিসেবে কাজ করেছেন নির্মাতা অনিমেষ আইচ।
দীপ্ত টিভিতে ঈদের ৭ দিন প্রতিদিন রাত ১১টা ৫৫ মিনিট ও রাত ১২টা ৩০ মিনিটে দুটি করে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রচারিত হবে। ঈদের প্রথম দিন দেখা যাবে রাজীব আশরাফের পরিচালনায় ‘মগজে মহাপ্রলয়’। এতে অভিনয় করেছেন তাহিরুজ্জামান বাবু, হুমায়রা স্নিগ্ধা ও আসমা বৃষ্টি। একই দিন থাকবে অনিমেষ আইচের পরিচালনায় ‘নাইট ইজ স্টিল ইয়াং’। বাকার বকুল, রুকাইয়া জাহান চমক ও পরাণ জহির অভিনয় করেছেন এতে। দ্বিতীয় দিন প্রচারিত হবে আলভী আহমেদের পরিচালনায় ‘প্যারাডক্স’। রুনা খান ও মাহিন হাসান অভিনয় করেছেন এতে। ‘আংটি’ শর্টফিল্মটি বানিয়েছেন যারযিস আহমেদ। অভিনয়ে রওনক হাসান ও ফারজানা ছবি।
তৃতীয় দিনের শর্টফিল্ম ‘পৃষ্ঠা ৩ কলাম ৪’ বানিয়েছেন শাহাদাত শিকদার। অভিনয় করেছেন নরেশ ভুঁইয়া ও নাদিয়া মীম। একই দিন থাকবে মাহমুদ হাসান শুভর ‘চন্দ্রগ্রস্ত’। গীতশ্রী, শারমিন আঁখি ও লীজা খানম অভিনয় করেছেন এতে। চতুর্থ দিন থাকবে ওমর ফারুকের ‘বাতাসের লাল ফুল’। অভিনয়ে ইকবাল হোসেন ও শারমিন আঁখি। একই দিন থাকবে রোকেয়া প্রাচীর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘শ্বাপদ’।
পঞ্চম দিন প্রচারিত হবে ফাহিম ফেরদৌসের ‘পাগল পাগল সবাই পাগল’। অভিনয় করেছেন কাজী নওশাবা আহমেদ ও ইকবাল হোসেন। রাকায়েত রাব্বির ‘জহরে কহরে’ প্রচারিত হবে একই দিনে। অভিনয়ে আশিষ খন্দকার ও মৌ। রওনাকুরের পরিচালনায় ‘ভূতের গালগল্প’ প্রচারিত হবে ষষ্ঠ দিন। অভিনয়ে শাহ আলম দুলাল ও নাসির খান। একই দিনে থাকবে অবিনাশের পরিচালনায় ‘টাইমলুপ’। অভিনয়ে নাশা, নিহা ও অনির্বাণ। সপ্তম দিন থাকবে সাদেক সাব্বির পরিচালিত ‘হরিহর’। অভিনয়ে শেখ ইসতিয়াক ও সাব্বির আহমেদ। সজীব তানভীর বানিয়েছেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ঋণ আত্মিক’। অভিনয়ে হাসান মাহমুদ ও দিলরুবা দোয়েল।
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের উদ্যোগটি নিয়ে আলফা আইয়ের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল বলেন, ‘কোভিডের টাইমে আমরা শর্টফিল্মের প্রজেক্টটি শুরু করেছিলাম। সেটা এবারও অব্যাহত রেখেছি। আমার কাছে মনে হয়, অল্প সময়ের ভেতরে ঠিকঠাকমতো যিনি গল্পটা বলতে পারবেন, তাঁকে আরও অনেক কাজে আমরা ইনভলভ করতে পারব। সেটা ওয়েব সিরিজ কিংবা সিনেমা। তাই আমরা নতুন আর্টিস্ট, নতুন ডিরেক্টরদের ইনভলভ করি এখানে।’
অনিমেষ আইচ বলেন, ‘আমরা কেবল শিল্পীর সংকটে ভুগছি না, নির্মাতাদেরও সংকট আছে। মেধাবী অনেক তরুণ আছেন, যাঁরা সুযোগের অভাবে কাজ করতে পারছেন না। তাঁদের সুযোগটা করে দিতে চাই। ইন্ডাস্ট্রিতে নতুন ডিরেক্টর, নতুন আর্টিস্ট তৈরি করাই এ প্রজেক্টের উদ্দেশ্য।’
ভালো অভিনয়শিল্পীর সংকট তো আছেই, বাংলাদেশে ভালো নির্মাতার সংকটও প্রবল। এ সংকট কাটাতে উদ্যোগ নিয়েছে দেশের অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই। এর আগে প্রতিষ্ঠানটি ‘৭ দুগুণে ১৪’ শিরোনামে নতুন নির্মাতাদের দিয়ে ১৪টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র তৈরি করেছিল। এবার ঈদে ‘গল্পকল্পদ্রুম’ শিরোনামে আরও ১৪টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নিয়ে হাজির হয়েছেআলফা আই। বেঙ্গল মিট নিবেদিত সাইকোলজিক্যাল ঘরানার এসব চলচ্চিত্র পরিচালনা করেছেন একঝাঁক নতুন মুখ। অভিনয় যাঁরা করেছেন, তাঁরাও বেশির ভাগ নতুন শিল্পী। পুরো আয়োজনে ক্রিয়েটিভ প্রডিউসার হিসেবে কাজ করেছেন নির্মাতা অনিমেষ আইচ।
দীপ্ত টিভিতে ঈদের ৭ দিন প্রতিদিন রাত ১১টা ৫৫ মিনিট ও রাত ১২টা ৩০ মিনিটে দুটি করে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রচারিত হবে। ঈদের প্রথম দিন দেখা যাবে রাজীব আশরাফের পরিচালনায় ‘মগজে মহাপ্রলয়’। এতে অভিনয় করেছেন তাহিরুজ্জামান বাবু, হুমায়রা স্নিগ্ধা ও আসমা বৃষ্টি। একই দিন থাকবে অনিমেষ আইচের পরিচালনায় ‘নাইট ইজ স্টিল ইয়াং’। বাকার বকুল, রুকাইয়া জাহান চমক ও পরাণ জহির অভিনয় করেছেন এতে। দ্বিতীয় দিন প্রচারিত হবে আলভী আহমেদের পরিচালনায় ‘প্যারাডক্স’। রুনা খান ও মাহিন হাসান অভিনয় করেছেন এতে। ‘আংটি’ শর্টফিল্মটি বানিয়েছেন যারযিস আহমেদ। অভিনয়ে রওনক হাসান ও ফারজানা ছবি।
তৃতীয় দিনের শর্টফিল্ম ‘পৃষ্ঠা ৩ কলাম ৪’ বানিয়েছেন শাহাদাত শিকদার। অভিনয় করেছেন নরেশ ভুঁইয়া ও নাদিয়া মীম। একই দিন থাকবে মাহমুদ হাসান শুভর ‘চন্দ্রগ্রস্ত’। গীতশ্রী, শারমিন আঁখি ও লীজা খানম অভিনয় করেছেন এতে। চতুর্থ দিন থাকবে ওমর ফারুকের ‘বাতাসের লাল ফুল’। অভিনয়ে ইকবাল হোসেন ও শারমিন আঁখি। একই দিন থাকবে রোকেয়া প্রাচীর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘শ্বাপদ’।
পঞ্চম দিন প্রচারিত হবে ফাহিম ফেরদৌসের ‘পাগল পাগল সবাই পাগল’। অভিনয় করেছেন কাজী নওশাবা আহমেদ ও ইকবাল হোসেন। রাকায়েত রাব্বির ‘জহরে কহরে’ প্রচারিত হবে একই দিনে। অভিনয়ে আশিষ খন্দকার ও মৌ। রওনাকুরের পরিচালনায় ‘ভূতের গালগল্প’ প্রচারিত হবে ষষ্ঠ দিন। অভিনয়ে শাহ আলম দুলাল ও নাসির খান। একই দিনে থাকবে অবিনাশের পরিচালনায় ‘টাইমলুপ’। অভিনয়ে নাশা, নিহা ও অনির্বাণ। সপ্তম দিন থাকবে সাদেক সাব্বির পরিচালিত ‘হরিহর’। অভিনয়ে শেখ ইসতিয়াক ও সাব্বির আহমেদ। সজীব তানভীর বানিয়েছেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ঋণ আত্মিক’। অভিনয়ে হাসান মাহমুদ ও দিলরুবা দোয়েল।
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের উদ্যোগটি নিয়ে আলফা আইয়ের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল বলেন, ‘কোভিডের টাইমে আমরা শর্টফিল্মের প্রজেক্টটি শুরু করেছিলাম। সেটা এবারও অব্যাহত রেখেছি। আমার কাছে মনে হয়, অল্প সময়ের ভেতরে ঠিকঠাকমতো যিনি গল্পটা বলতে পারবেন, তাঁকে আরও অনেক কাজে আমরা ইনভলভ করতে পারব। সেটা ওয়েব সিরিজ কিংবা সিনেমা। তাই আমরা নতুন আর্টিস্ট, নতুন ডিরেক্টরদের ইনভলভ করি এখানে।’
অনিমেষ আইচ বলেন, ‘আমরা কেবল শিল্পীর সংকটে ভুগছি না, নির্মাতাদেরও সংকট আছে। মেধাবী অনেক তরুণ আছেন, যাঁরা সুযোগের অভাবে কাজ করতে পারছেন না। তাঁদের সুযোগটা করে দিতে চাই। ইন্ডাস্ট্রিতে নতুন ডিরেক্টর, নতুন আর্টিস্ট তৈরি করাই এ প্রজেক্টের উদ্দেশ্য।’
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫