Ajker Patrika

৫.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল সিলেট

সিলেট প্রতিনিধি
আপডেট : ২৭ নভেম্বর ২০২১, ০৯: ২৯
৫.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল সিলেট

ভোররাতে মানুষ যখন গভীর ঘুমে আচ্ছন্ন, ঠিক তখন ভূমিকম্পে কেঁপে ওঠে ভূমিকম্পের ‘ডেঞ্জারজোন’ হিসেবে পরিচিত সিলেট ও আশপাশের এলাকা। গতকাল শুক্রবার ভোর ৫টা ৪৫ মিনিট ৪১ সেকেন্ডে এ ভূমিকম্প অনুভূত হয় বলে জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ইলেকট্রনিক অ্যাসিস্ট্যান্ট মো. জসিম উদ্দিন।

তিনি জানান, রিখটার স্কেলে ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের উৎপত্তি মিয়ানমার-ভারত সীমান্তে। ভূপৃষ্ঠ থেকে ৬০ কিলোমিটার গভীরে ছিল এর অবস্থান।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থাও (ইউএসজিএস) রিখটার স্কেলে ভূকম্পনের মাত্রা ৫ দশমিক ৮ ছিল বলে জানিয়েছে।

সংস্থাটির মতে, ভূমিকম্পের উৎপত্তিস্থল বাংলাদেশ, ভারত ও মিয়ানমারের সীমান্ত সংলগ্ন মিয়ানমারের চিন রাজ্যের রাজধানী হাখা শহরের ২০ কিলোমিটার উত্তর উত্তর-পশ্চিমে। তবে তারা বলছে, ভূমিকম্পের গভীরতা ছিল ৪২.১ কিলোমিটার। চলতি বছরের ২৯ ও ৩০ মে এবং ৬ জুন ভূমিকম্পে অন্তত ১০ বার কেঁপে ওঠে সিলেট অঞ্চল।

সিলেটের পাশেই ভারতের ডাউকিতে ভূমিকম্পের একটি সক্রিয় চ্যুতি থাকায় সিলেট অঞ্চলে বারবার ছোট ছোট ভূকম্পন অনুভূত হয়। ফলে এ অঞ্চলে ভূমিকম্প নিয়ে আতঙ্ক রয়েছে। ভোররাতে ৪-৫ সেকেন্ড স্থায়ী এ ভূমিকম্পের সময় মানুষ আতঙ্কে ঘর থেকে বেরিয়ে আসে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

কাতারের রাজপরিবারের দেওয়া বিলাসবহুল বিমান না নেওয়াটা বোকামি: ট্রাম্প

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

পুলিশ হত্যাকারী ফোর্স হতে পারে না: আইজিপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত