Ajker Patrika

৫.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল সিলেট

সিলেট প্রতিনিধি
আপডেট : ২৭ নভেম্বর ২০২১, ০৯: ২৯
৫.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল সিলেট

ভোররাতে মানুষ যখন গভীর ঘুমে আচ্ছন্ন, ঠিক তখন ভূমিকম্পে কেঁপে ওঠে ভূমিকম্পের ‘ডেঞ্জারজোন’ হিসেবে পরিচিত সিলেট ও আশপাশের এলাকা। গতকাল শুক্রবার ভোর ৫টা ৪৫ মিনিট ৪১ সেকেন্ডে এ ভূমিকম্প অনুভূত হয় বলে জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ইলেকট্রনিক অ্যাসিস্ট্যান্ট মো. জসিম উদ্দিন।

তিনি জানান, রিখটার স্কেলে ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের উৎপত্তি মিয়ানমার-ভারত সীমান্তে। ভূপৃষ্ঠ থেকে ৬০ কিলোমিটার গভীরে ছিল এর অবস্থান।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থাও (ইউএসজিএস) রিখটার স্কেলে ভূকম্পনের মাত্রা ৫ দশমিক ৮ ছিল বলে জানিয়েছে।

সংস্থাটির মতে, ভূমিকম্পের উৎপত্তিস্থল বাংলাদেশ, ভারত ও মিয়ানমারের সীমান্ত সংলগ্ন মিয়ানমারের চিন রাজ্যের রাজধানী হাখা শহরের ২০ কিলোমিটার উত্তর উত্তর-পশ্চিমে। তবে তারা বলছে, ভূমিকম্পের গভীরতা ছিল ৪২.১ কিলোমিটার। চলতি বছরের ২৯ ও ৩০ মে এবং ৬ জুন ভূমিকম্পে অন্তত ১০ বার কেঁপে ওঠে সিলেট অঞ্চল।

সিলেটের পাশেই ভারতের ডাউকিতে ভূমিকম্পের একটি সক্রিয় চ্যুতি থাকায় সিলেট অঞ্চলে বারবার ছোট ছোট ভূকম্পন অনুভূত হয়। ফলে এ অঞ্চলে ভূমিকম্প নিয়ে আতঙ্ক রয়েছে। ভোররাতে ৪-৫ সেকেন্ড স্থায়ী এ ভূমিকম্পের সময় মানুষ আতঙ্কে ঘর থেকে বেরিয়ে আসে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত