Ajker Patrika

গাঁজা ও ইয়াবাসহ গ্রেপ্তার ২

বাবুগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১০ নভেম্বর ২০২১, ১৬: ৪৬
গাঁজা ও ইয়াবাসহ গ্রেপ্তার ২

বাবুগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দুই অভিযানে ৯ কেজি গাঁজা ও ২২৫টি ইয়াবাসহ ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার অভিযান দুটি চালানো হয়।

জানা যায়, গত সোমবার দুপুর ১২টায় উপজেলার দেহেরগতি ইউনিয়নের রাকুদিয়া নতুনহাট এলাকা থেকে মো. মামুন হোসেন হাওলাদারকে (৩০) ১০৫টি ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। মো. মামুন হোসেন হাওলাদার দেহেরগতি ইউনিয়নের দক্ষিণ রাকুদিয়া গ্রামের বাসিন্দা।

অপরদিকে বেলা ১টায় একই গ্রামে অভিযান চালিয়ে ৯ কেজি গাঁজা ও ১১০টি ইয়াবাসহ সেলিনা পারভীন নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। সেলিনা পারভীন সেখানকার মো. সেন্টু তামিদারের স্ত্রী।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপপরিদর্শক মো. কায়সার উদ্দিন ও মো. ইশতিয়াক হোসেন বাদী হয়ে সোমবার রাত সাড়ে ৭টায় বাবুগঞ্জ থানায় পৃথক দুটি মামলা দায়ের করেন।

বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহাবুবুর রহমান বলেন, আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গত সোমবার রাতে বাবুগঞ্জ থানায় পৃথক দুটি মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে আসামিদের জেল হাজতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে হচ্ছে নতুন আইন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত