Ajker Patrika

গাড়ি ভাঙচুর, প্রচারের নৌকায় অগ্নিসংযোগ

তিতাস প্রতিনিধি
আপডেট : ১০ নভেম্বর ২০২১, ১৯: ২৬
গাড়ি ভাঙচুর, প্রচারের নৌকায় অগ্নিসংযোগ

তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী বাবুল আহম্মেদের গণসংযোগে হামলা করে গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। একই দিন নারান্দিয়া ইউপিতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আরিফুজ্জামান খোকার প্রচারের জন্য টাঙানো নৌকায় আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। গত সোমবার রাতে ঘটা দুটি ঘটনাতেই বিদ্রোহী প্রার্থীদের দায়ী করা হচ্ছে।

ভিটিকান্দি ইউপি আওয়ামী লীগ প্রার্থী বাবুল আহম্মেদ বলেন, সোমবার রাত ৯টার দিকে বিদ্রোহী প্রার্থী আবুল হোসেন মোল্লার নিজ গ্রাম মানিককান্দিতে প্রচার চালাতে যান তিনি। এ সময় ওই গ্রামের সাইফুল মেম্বারের বাড়ির সামনে বিদ্রোহী প্রার্থীর লোকজন তাঁর গাড়িবহরে হামলা করে ভাঙচুর করেন। এ সময় ককটেল ফোটানো হয়।

বিদ্রোহী প্রার্থী আবুল হোসেন মোল্লা বলেন, ‘ঘটনার সময় লোকজন আমার বাড়ির ভেতরে ছিল। সিসিটিভির ফুটেজে এর প্রমাণ রয়েছে। তাঁরা নিজেরাই গাড়ি ভাঙচুর করেছে। এর সুষ্ঠু তদন্তের দাবি জানাই।’

অপর দিকে উপজেলার নারান্দিয়া ইউপিতে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আরিফুজ্জামান খোকার নির্বাচনী প্রচারের জন্য উপজেলার নারান্দিয়া ইউনিয়নে স্লুইসগেট সংলগ্ন সড়কে কাঠের তৈরি একটি নৌকার তোরণ স্থাপন হয়। সোমবার রাতে নৌকাটিতে আগুন দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

ঘটনাস্থলের পাশের দোকানি দুলাল মিয়া বলেন, ‘রায়পুর-আসমানিয়া সড়কের উত্তর দিক থেকে একটি মোটরসাইকেলে করে আসা তিনজন লোক আগুন লাগিয়ে দিয়ে চলে যান। তখন আমি আগুন নেভানোর চেষ্টা করি।’

প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিনের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধীন চন্দ্র দাস বলেন, ‘ভিটিকান্দির ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত