Ajker Patrika

বাঁশখালী পৌরসভার ভোট আজ, নিরাপত্তা জোরদার

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১৬ জানুয়ারি ২০২২, ১০: ০২
বাঁশখালী পৌরসভার ভোট আজ, নিরাপত্তা জোরদার

চট্টগ্রামের বাঁশখালী পৌরসভা নির্বাচন আজ রোববার অনুষ্ঠিত হবে। পৌরবাসী সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত তাঁদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে মেয়র নির্বাচন করবেন।

এবার প্রথমবারের মতো বাঁশখালী পৌরসভার প্রতিটি কেন্দ্রেই ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট তোফাইল বিন হোসাইন নৌকা প্রতীকে এবং স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা কামরুল ইসলাম হোসাইনী মোবাইল প্রতীকে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ ছাড়া পৌরসভার ৯টি ওয়ার্ডে ৪৪ প্রার্থী কাউন্সিলর পদে লড়াই করছেন। আর সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

উপজেলা নির্বাচন অফিস জানায়, বাঁশখালী পৌরসভায় মোট ভোটার রয়েছেন ২৬ হাজার ৯৮০ জন। এর মধ্যে ১৪ হাজার ৯৪ জন পুরুষ ভোটার এবং ১২ হাজার ৮৮৬ জন নারী ভোটার।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দীন বলেন, পৌর নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৩৫০ জন পুলিশ সদস্য মাঠে রয়েছেন। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশি টহল জোরদার করা হয়েছে।

বাঁশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা ফয়সাল আলম বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। গতকাল শনিবার বিকেলে প্রতিটি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালার সঙ্গে শত্রুতা মুহাম্মদ ইউনূসের, আমি ‘কোল্যাটারাল ড্যামেজ’: টিউলিপ সিদ্দিক

এনসিপি নেতার বাড়িতে কাফনের কাপড়, চিরকুটে লেখা—‘প্রস্তুত হ রাজাকার’

৪০ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার, অর্থ ফেরতের নির্দেশ

গণশুনানিতে দুদক চেয়ারম্যানের প্রতি ক্ষোভ দেখালেন মৎস্যচাষি

‘কাল দেখা হইবে, ভালো থাকিস’—ছেলেকে বলেছিলেন গণপিটুনিতে নিহত প্রদীপ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত