Ajker Patrika

মহাসড়ক প্রশস্তের কাজ শুরু

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি
আপডেট : ২৯ ডিসেম্বর ২০২১, ১৫: ১৯
মহাসড়ক প্রশস্তের কাজ শুরু

চাঁদপুর জেলার মতলব উত্তরের মেঘনা-ধনাগোদা বেড়িবাঁধ আঞ্চলিক মহাসড়কের প্রশস্তকরণ কাজ শুরু হয়েছে। ৫২ কোটি টাকা ব্যয়ে সড়কের ১৯ কিলোমিটার অংশে ৩ দশমিক ৭০ মিটার প্রস্থ থেকে ৫ দশমিক ৫০ মিটার হচ্ছে। গত সপ্তাহ থেকে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর এই কাজ বাস্তবায়ন করছে।

খোঁজ নিয়ে জানা গেছে, মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়নের দশানী লঞ্চঘাট থেকে বাগানবাড়ি ইউনিয়নের আলাউদ্দিন (চেয়ারম্যান) বাড়ি পর্যন্ত ১৯ কিলোমিটার অংশে প্রশস্ত করা হচ্ছে। দ্রুতগতিতে এগিয়ে চলছে এ কাজ। এ ছাড়া সার্ফেসিং কাজ, সসার ড্রেন, ক্রস ড্রেন, রোড মার্কিং দিকনির্দেশনা সাইন ও মাটির কাজ বাস্তবায়ন করা হচ্ছে। ঠিকাদারি প্রতিষ্ঠান ‘হাসান টেকনো অ্যান্ড রানা বিল্ডার্স প্রাইভেট লিমিটেড’ সম্প্রসারণ কাজ বাস্তবায়ন করছে।

মেঘনা-ধনাগোদা বেড়িবাঁধ আঞ্চলিক মহাসড়কের প্রশস্তকরণকাজ শেষ হলে বাড়বে গতি। ফলে স্থানীয় বাসিন্দাদের যাতায়াত ব্যবস্থা আরও উন্নত হবে।

ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে হাজি মো. মানিক জানান, কাজের মান নিয়ন্ত্রিত হচ্ছে সুচারুরূপে। সওজ বিভাগ সার্বক্ষণিক কাজ তদারকি করছেন। গুণগতমান ঠিক রেখে কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। টেকসই ও কনফেকশনের জন্য আনা হয়েছে অত্যাধুনিক ও স্বয়ংক্রিয় যন্ত্র। প্রতিদিন শতাধিক শ্রমিক কাজ বাস্তবায়নে নিয়োজিত রয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে সড়ক সংস্কারের জন্য ইকুইপমেন্ট ও লজিস্টিক সাপোর্ট জোরদার করা হয়েছে।

হাজি মো. মানিক বলেন, সড়ক সংস্কারের জন্য ব্যবহৃত পাথরগুলো মান নিয়ন্ত্রণের জন্য বুয়েটের পরীক্ষাগারে পরীক্ষা করা হয়েছে। পরে বুয়েট স্বীকৃতি দেওয়ার পর সড়কে দেওয়া হচ্ছে এসব পাথর। কাজের অধিকতর অগ্রগতি ও মান বজায় রেখে কাজ বাস্তবায়নের জন্য স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা পাওয়া যাচ্ছে। আশা করা হচ্ছে যথাসময়েই সড়কের ৩৮ কিলোমিটারে কাজ শেষ করা যাবে।

স্থানীয় বাসিন্দারা জানান, এ সড়ক সম্প্রসারণ কাজ ছিল সাধারণ মানুষের প্রাণের দাবি। এলাকাবাসীর সেই দাবি বাস্তবে রূপ নিতে যাচ্ছে। সম্প্রসারণ কাজ চলছে দ্রুতগতিতে।

এ ব্যাপারে চাঁদপুর সড়ক ও জনপথ এর উপসহকারী প্রকৌশলী আমির খান জানান, ১৯ কিলোমিটার দৈর্ঘ্যের পুরো সড়কটির ৫ দশমিক ৫ মিটার (১৮ ফুট) প্রস্থ জুড়ে প্রশস্তকরণ ও ২ ইঞ্চি পুরুত্বের সার্ফেসিং কাজ করা হবে। সড়ক সম্প্রসারণ কাজটি যথাযথ এবং টেকসইভাবে বাস্তবায়ন করছেন দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত