Ajker Patrika

টানা তিনবারের চেয়ারম্যানকে হারিয়ে জেতার আশা

মেঘনা প্রতিনিধি
আপডেট : ০১ নভেম্বর ২০২১, ১৩: ৩৭
টানা তিনবারের চেয়ারম্যানকে হারিয়ে জেতার আশা

মেঘনার গোবিন্দপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে টানা তিনবার জয়ী হয়েছেন মাঈনুদ্দিন মুন্সি তপন। এবারও তিনি আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নৌকা প্রতীকে লড়ছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী দুজন স্বতন্ত্র প্রার্থী। সুষ্ঠু নির্বাচন হলে চেয়ারম্যান পদে পরিবর্তনের আশা করছেন তাঁরা।

স্বতন্ত্র দুজন প্রার্থী হলেন আনারস প্রতীকে সেলিম রেজা ও ঘোড়া প্রতীকে মো. শফিউল্লাহ শফি। গোবিন্দপুর ইউনিয়নটি আয়তনে উপজেলার সবচেয়ে বড় ও সদর ইউনিয়ন। ৯টি ওয়ার্ডে ভোটকেন্দ্র ১০টি। নারী ভোটার ৮ হাজার ৭১১ জন ও পুরুষ ভোটার ৯ হাজার ৬১৪ জন।

গত ২৭ অক্টোবর প্রতীক পাওয়ার পর তিন প্রার্থীই প্রচার শুরু করেছেন। প্রত্যেকেই নিজেদের গ্রামের প্রভাব খাটিয়ে ভোট নিশ্চিতের চেষ্টা চালাচ্ছেন।

এদিকে নৌকার প্রার্থী বর্তমান চেয়ারম্যান মাঈনুদ্দিন মুন্সি তপন বলছেন, তিনি আবার নির্বাচিত হয়ে অসমাপ্ত কাজ শেষ করতে চান। অপরদিকে দুজন স্বতন্ত্র প্রার্থী বলছেন, সুষ্ঠু নির্বাচন হলে চেয়ারম্যান পদে নতুন মুখ দেখবেন বাসিন্দারা।

নৌকার প্রার্থী মাঈনুদ্দিন মুন্সি তপন বলেন, ‘আমি তিনবার জনগণের ভোটে নির্বাচিত চেয়ারম্যান। আমি কোথাও চেয়ারম্যানের প্রভাব খাটিয়ে অনৈতিক কাজ করিনি। এলাকার উন্নয়ন করেছি। অসমাপ্ত অনেক কাজ বাকি আছে। সেগুলো শেষ করতে হবে। আশা করি, জনগণ আবার ভোট দিয়ে নির্বাচিত করবেন। এ জন্য প্রশাসনের কাছে সুষ্ঠু নির্বাচন চাই।’

স্বতন্ত্র প্রার্থী সেলিম রেজা বলেন, ‘সবার আগে সুষ্ঠু ভোট চাই। আমি এলাকায় মানুষের সঙ্গে কথা বলেছি। ভোটারেরা সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কিত। সুষ্ঠু নির্বাচন হলে আমি বিপুল ভোটে পাস করব।’

আরেক প্রার্থী শফিউল্লাহ শফি বলেন, ‘জনগণের সাড়া পাচ্ছি। প্রশাসনের কাছে সুষ্ঠু নির্বাচনের দাবি জানাই। সুষ্ঠু নির্বাচন হলে এলাকার জনগণ ভোট দিয়ে আমাকে কাজ করার সুযোগ দেবেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত