Ajker Patrika

তুহিন কান্তির নতুন গান ‘আসমানেরও চাঁদ’

তুহিন কান্তির নতুন গান ‘আসমানেরও চাঁদ’

গতকাল রাত ৮টায় প্রকাশিত হলো তুহিন কান্তি দাসের নতুন গান ‘আসমানেরও চাঁদ’। কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানটির কথা লিখেছেন ও সুর করেছেন তিনি। সংগীত আয়োজন করেছেন সোহান আলী। এটি তুহিনের ‘সন্ধ্যা নামিল শ্যাম’ অ্যালবামের দ্বিতীয় গান। প্রকাশিত হয়েছে শিল্পীর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। 

আসমানেরও চাঁদ গানটির মিউজিক ভিডিও নির্মাণ ও সম্পাদনা করেছেন ধ্রুব দাশ। ভিডিওচিত্রে একজন শিল্পীর জীবনসংগ্রাম আর স্বপ্নের কথা তুলে ধরা হয়েছে। শিল্পী তুহিনের অংশগ্রহণের পাশাপাশি মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন সনাতন উল্লাস ও শিশুশিল্পী ফিওনা ফেরদৌসী বিন্দি।

কৃষ্ণপক্ষ ব্যান্ডের জনপ্রিয় গান ‘চাঁন্দের গাড়ি’সহ বেশ কিছু জনপ্রিয় গানের গীতিকার ও সুরকার তুহিন। গত ১৯ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার মুক্তমঞ্চে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে ‘সন্ধ্যা নামিল শ্যাম’ অ্যালবামের টাইটেল গানটি প্রকাশ হয়। এর মাধ্যমে গায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন তুহিন কান্তি দাস। গানটি প্রকাশের পর শ্রোতাদের মন জয় করে। পর্যায়ক্রমে অ্যালবামের আরও দুটি গান ‘দরদিয়া’ ও ‘হারিয়ে টের পাই’ প্রকাশ করবেন তুহিন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

অপারেশন সিঁদুরে নিহত প্রায় দেড় শ সেনার তালিকা প্রকাশ করে মুছে ফেলল পাকিস্তানি টিভি

মুচলেকা দিয়ে ক্যাম্পাস ছাড়লেন আনন্দ মোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত