Ajker Patrika

৫ উৎসবে প্রসূনের প্রিয় সত্যজিৎ

৫ উৎসবে প্রসূনের প্রিয় সত্যজিৎ

কিংবদন্তি চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষ উপলক্ষে প্রসূন রহমান নির্মাণ করেছেন সিনেমা ‘প্রিয় সত্যজিৎ’। গত এপ্রিল মাসে সিনেমাটি সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পায়। নির্মাতা ভেবেছিলেন ২ মে সত্যজিতের জন্মদিন উপলক্ষে সিনেমাটি মুক্তি দেবেন। কিন্তু ঈদের সিনেমার ভিড়ে ‘প্রিয় সত্যজিৎ’ নিয়ে হলে আসতে চাইলেন না প্রসূন।

সত্যজিতের আগামী জন্মদিনেই ঘটা করে মুক্তি দিতে চান সিনেমাটি। তার আগে ‘প্রিয় সত্যজিৎ’ আমন্ত্রণ পেয়েছে পাঁচটি উৎসবে প্রদর্শনীর জন্য।

আগামী ১২ নভেম্বর কানাডার ভ্যাংকুবার সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল দিয়ে শুরু হচ্ছে ‘প্রিয় সত্যজিৎ’ সিনেমার আন্তর্জাতিক প্রিমিয়ার। এরপর ২৭ নভেম্বর ইউরোপিয়ান প্রিমিয়ার হবে ইতালির ফ্লোরেন্স ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে। ডিসেম্বর মাসের ৯ থেকে ১৬ তারিখ পর্যন্ত ভারতের কেরালায় অনুষ্ঠিত হবে কেরালা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। ‘প্রিয় সত্যজিৎ’ যাবে সেখানে। এরপর সিনেমাটি দেখানো হবে ভারতের জয়পুর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে। জয়পুর উৎসব চলবে জানুয়ারির ৬ থেকে ১০ তারিখ পর্যন্ত। এরপর সিনেমাটি আসবে ঢাকায়। আগামী ১৪ থেকে ২২ জানুয়ারি পর্যন্ত ঢাকায় অনুষ্ঠিত হবে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।

সেখানেই সিনেমাটির দেশীয় প্রিমিয়ার হবে। দেশের দর্শকদের সামনে দৃশ্যমান হবে ‘প্রিয় সত্যজিৎ’।

প্রসূন রহমান বলেন, ‘উৎসবে প্রদর্শনের লক্ষ্য নিয়ে সিনেমাটি নির্মাণ করিনি। সত্যজিতের জন্মদিনে সিনেমাটি মুক্তি দিতে পারলে বেশি ভালো লাগত। নানা কারণেই সেটা সম্ভব হয়নি। তাই উৎসবেই প্রিমিয়ার করছি। সত্যজিৎ রায়ের আগামী জন্মদিনেই দেশের হলে মুক্তি দিতে চাই সিনেমাটি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

প্রশাসনিক আদেশে জামায়াত নিষিদ্ধ ভুল, আ.লীগের কার্যক্রম বন্ধ সঠিক: বিএনপি

এবার ‘পাকিস্তানপন্থার’ বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ

প্রথম ভাষণে গাজা প্রসঙ্গে যা বললেন পোপ লিও চতুর্দশ

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত