Ajker Patrika

শিশুর ত্বকের সানট্যান দূর করতে

অদ্রিকা অনু
শিশুর ত্বকের সানট্যান দূর করতে

অনেকেই ভেবে থাকেন শিশুদের ত্বক যেহেতু এমনিতেই কোমল, তাই তার আলাদা করে যত্ন নেওয়ার খুব একটা প্রয়োজন নেই। কিন্তু সূর্যের প্রখর তাপ শিশুদের নরম ত্বকের ক্ষতি করে। এ ছাড়া ক্ষতিকর অতিবেগুনি রশ্মি বিভিন্নভাবে শিশুদের ত্বকে বিরূপ প্রভাব ফেলতে পারে। শিশুকে ছায়ায় রাখলেও ত্বকে সূর্যরশ্মির ক্ষতিকর প্রভাব পড়তে পারে। তাদের সুস্থ ও উজ্জ্বল ত্বক ধরে রাখতে তাই নিয়মিত পরিচর্যা করাটা প্রয়োজন।

যা করবেন  
দুধ ও মধুর মিশ্রণ: একটি পাত্রে সমপরিমাণ দুধ ও মধু মিশিয়ে মিশ্রণ তৈরি করে তাতে তুলার বল ভিজিয়ে শিশুর শরীরে হালকা করে ঘুষুন। কিছুক্ষণ রেখে তারপর শিশুকে স্নান করিয়ে দিন।

টমেটো ও দইয়ের মিশ্রণ: টমেটোর রস প্রাকৃতিক ব্লিচ হিসেবে কাজ করে। একটি বাটিতে ১ চামচ দই আর ১ চামচ টমেটো পেস্ট ভালো করে মিশিয়ে নিন। তারপর একটা তুলার বল দিয়ে মিশ্রণটি শিশুর ত্বকে ভালোভাবে ম্যাসাজ করে নিন। মিনিট পাঁচেক এভাবে ম্যাসাজ করার পর শিশুকে স্নান করিয়ে দিন। 

অ্যালোভেরা: একটি বাটিতে প্রাকৃতিক অ্যালোভেরা জেলের সঙ্গে নারকেল তেল মিশিয়ে নিন। তারপর মিশ্রণটি শিশুর ত্বকে ১০ মিনিট সময় ধরে ম্যাসাজ করে দিন। এরপর আধা ঘণ্টার মতো অপেক্ষা করে শিশুকে স্নান করিয়ে দিন। এই মিশ্রণ শিশুর ত্বক আরও স্বচ্ছ ও উজ্জ্বল করে তুলবে।

উপরিউক্ত ত্বক পরিচর্যার সব উপাদানই প্রাকৃতিক। অ্যালার্জিজনিত সমস্যা ছাড়া এগুলোর কোনোটির কারণে শিশুর ক্ষতি হওয়ার আশঙ্কা নেই। এগুলোর যেকোনোটি ব্যবহারের আগে শিশুর কোনো অ্যালার্জি আছে কি না, সে বিষয়ে নিশ্চিত হতে চিকিৎসকের পরামর্শ নিন।

সূত্র: সিমপ্লিসিটি ডট ইন

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

অস্থিরতার সামান্য ইঙ্গিত পেলেই আমরা চলে যাব

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জর্ডান-মিসরকে নিয়ে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান নেতানিয়াহু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত