Ajker Patrika

যৌন নির্যাতনের মামলায় গ্রেপ্তার ৩

বিশ্বনাথ প্রতিনিধি
আপডেট : ০৯ নভেম্বর ২০২১, ১৫: ৩৫
যৌন নির্যাতনের মামলায় গ্রেপ্তার ৩

বিশ্বনাথে লেগুনা চালকের তরুণ সহকারীকে যৌন হয়রানির মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার বিকেলে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় ওই তরুণের বাবার করা মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন ছালেক মিয়া (২৪), সুমন মিয়া (২৩) এবং সাইদুল হক (২২)।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত শনিবার সন্ধ্যায় ওই তরুণ তাঁর বন্ধুর সঙ্গে বসে গল্প করছিলেন। এ সময় অভিযুক্তরা ওই তরুণকে পাশের এক মাজারের পাকা ব্লকের আড়ালে নিয়ে যান। সেখানে তাঁকে যৌন নির্যাতন করেন। এ ঘটনায় মুখ খুললে তাঁকে হত্যা করা হবে বলে হুমকি দিয়ে তিনজন চলে যান।

এ ঘটনায় ওই তরুণের বাবা রোববার বিকেলে থানায় অভিযোগ দেন। অভিযোগ পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তিন জনেক আটক করে। পরে গতকাল তাঁদের আদালতে পাঠালে আদালত তাঁদের কারাগার পাঠানোর নির্দেশ দেন।

যৌন নির্যাতনের মামলায় তিনজনকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী আতাউর রহমান। তিনি বলেন, সোমবার দুপুরে গ্রেপ্তারকৃতদের সিলেটের আদালতে প্রেরণ করা হয়। ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালার সঙ্গে শত্রুতা মুহাম্মদ ইউনূসের, আমি ‘কোল্যাটারাল ড্যামেজ’: টিউলিপ সিদ্দিক

এনসিপি নেতার বাড়িতে কাফনের কাপড়, চিরকুটে লেখা—‘প্রস্তুত হ রাজাকার’

৪০ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার, অর্থ ফেরতের নির্দেশ

গণশুনানিতে দুদক চেয়ারম্যানের প্রতি ক্ষোভ দেখালেন মৎস্যচাষি

‘কাল দেখা হইবে, ভালো থাকিস’—ছেলেকে বলেছিলেন গণপিটুনিতে নিহত প্রদীপ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত