Ajker Patrika

১০৬টি প্রশিক্ষণ কোর্স পরিচালনা করবে বার্ড

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ১১ অক্টোবর ২০২১, ১২: ২৭
১০৬টি প্রশিক্ষণ কোর্স পরিচালনা করবে বার্ড

বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির (বার্ড) দুই দিনব্যাপী ৫৪তম বার্ষিক পরিকল্পনা সম্মেলন গতকাল রোববার শেষ হয়েছে। বার্ষিক পরিকল্পনা সম্মেলনের সিদ্ধান্ত অনুযায়ী বার্ড আগামী অর্থবছরে আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ের ১০৬টি প্রশিক্ষণ কোর্স পরিচালনা করবে। এ ছাড়া ১০টি গবেষণা করবে।

গতকাল রোববার সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী।

বার্ডের মহাপরিচালক মো. শাহজাহানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন বার্ডের অতিরিক্ত মহাপরিচালক মো. সফিকুল ইসলাম, সম্মেলনের আহ্বায়ক মোহাম্মদ আবদুল কাদের, বার্ডের যুগ্ম পরিচালক আইরীন পারভিন, সহকারী পরিচালক আনাস আল ইসলাম।

অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, বার্ড বাংলাদেশের পল্লী উন্নয়নে পথিকৃতের ভূমিকা পালন করেছে। বার্ডের পরীক্ষামূলক প্রকল্পগুলো জাতীয় পর্যায়ে বাস্তবায়িত হয়েছে। আধুনিক কৃষি বিপ্লবে অতীতের মতো বার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বার্ডের মহাপরিচালক মো. শাহজাহান বলেন, ‘দেশের উন্নয়নের জন্য আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে। সরকারের গৃহীত কর্মসূচিগুলো বাস্তবায়নের জন্য সবার অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত