Ajker Patrika

বিয়ানীবাজার পৌর বিএনপির কাউন্সিল কাল

বিয়ানীবাজার প্রতিনিধি
আপডেট : ০৫ নভেম্বর ২০২১, ১৭: ৩২
বিয়ানীবাজার পৌর বিএনপির কাউন্সিল কাল

বিয়ানীবাজার পৌর বিএনপির কাউন্সিল আগামীকাল শনিবার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পৌরশহরের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিতব্য কাউন্সিলে কেন্দ্রীয় এবং জেলা নেতারা উপস্থিত থাকবেন। তবে কাউন্সিলের জন্য এখনো প্রশাসন অনুমতি দেয়নি বলে বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে।

এদিকে কাউন্সিল ঘিরে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা গেছে। একটি নির্বাচন কমিশনও গঠন করা হয়েছে। তারা প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করেছেন। মূলত ওই নির্বাচন কমিশনই কাউন্সিলরদের ভোট গ্রহণ করবে।

সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রার্থীরা কাউন্সিলরদের কাছে যাচ্ছেন। নেতৃত্বে আসতে আগ্রহী প্রার্থীরা প্রতীক নিয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। যদিও পৌর বিএনপির সভাপতি পদে ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান রুমেল। শেষ সময়ে অপর সভাপতি প্রার্থী আবু নাসের পিন্টু হঠাৎ করে সরে দাঁড়ানোয় রুমেল সভাপতি হলেন।

কাউন্সিলে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জসীম উদ্দিন জুয়েল ও গিয়াস উদ্দিন। সাংগঠনিক সম্পাদক পদে তাজ উদ্দিন কুটি ও কামাল হোসেন, সিনিয়র সহসভাপতি পদে মো. কবির আহমদ ও আতাউর রহমান কটন এবং যুগ্ম সম্পাদক পদে নজমুল হোসেন ও এমদাদ হোসেন ইমন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

উপজেলা বিএনপি নেতা আব্দুস সবুর জানান, কেন্দ্রীয় এবং জেলা নেতারা উপস্থিত থাকবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইপিএলে চাহালের রেকর্ড হ্যাটট্রিকের রাতে রহস্যময় পোস্ট এই নারীর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত