Ajker Patrika

নকলায় ৯ ইউপিতে নৌকা চান ৬১ জন

শাহীন রহমান, পাবনা
আপডেট : ১৯ অক্টোবর ২০২১, ১৪: ০৮
নকলায় ৯ ইউপিতে নৌকা চান ৬১ জন

তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে ভোটগ্রহণ হবে আগামী ২৮ নভেম্বর। এর মধ্যে শেরপুরের নকলা উপজেলার ৯ ইউপিও রয়েছে। উপজেলা আওয়ামী লীগ বলছে, ৯টি ইউপিতে চেয়ারম্যান পদে প্রার্থী হতে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৬১ জন। গতকাল সোমবার মনোনয়নপ্রত্যাশীদের তালিকা আওয়ামী লীগের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডে পাঠানো হয়েছে। এর আগে শুক্র ও শনিবার দুই দিন উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন প্রার্থীরা।

উপজেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, গণপদ্দী ডিজিটাল ইউপিতে সামছুর রহমান আবুলসহ (বর্তমান চেয়ারম্যান) ছয়জন, নকলায় আনিসুর রহমান সুজাসহ (বর্তমান চেয়ারম্যান) ৯ জন, উরফাতে রেজাউল হক হীরাসহ (বর্তমান চেয়ারম্যান) ৩ জন, গৌড়দ্বারে শওকত হোসেন খান মুকুলসহ (বর্তমান চেয়ারম্যান) ১০ জন, বানেশ্বর্দীতে মাজাহারুল আনোয়ার মহব্বতসহ (বর্তমান চেয়ারম্যান) ৯ জন, পাঠাকাটায় ফয়েজ মিল্লাতসহ (বর্তমান চেয়ারম্যান) ৫ জন, টালকীতে বদরুজাজামান বদ্দিসহ (বর্তমান চেয়ারম্যান) ৯ জন, চর অষ্টধরে গোলাম রব্বানীসহ (বর্তমান চেয়ারম্যান) ৬ জন এবং চন্দ্রকোনা ইউপিতে সাজু সাঈদ সিদ্দিকীসহ (বর্তমান চেয়ারম্যান) ৪ জন রয়েছেন।

গত রোববার বেলা ৩টায় পৌরশহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের হলরুমে উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির এক বিশেষ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আম্বিয়া খাতুন।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ বলেন, মনোনয়ন প্রত্যাশীদের নামের তালিকা গতকাল সোমবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে পাঠানো হয়েছে। এখন কেন্দ্র থেকে প্রার্থী চূড়ান্ত করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত