Ajker Patrika

২৯ এপ্রিল থেকে বিশেষ লঞ্চ

খান রফিক, বরিশাল
আপডেট : ২০ এপ্রিল ২০২২, ১০: ১৯
২৯ এপ্রিল থেকে বিশেষ লঞ্চ

বরিশাল-ঢাকা নৌপথে ঈদের বিশেষ লঞ্চ সার্ভিস ২৯ এপ্রিল থেকে চালু হতে পারে। লঞ্চ মালিকেরা জানিয়েছেন, গার্মেন্টস ছুটির ওপর নির্ভর করে বিশেষ সার্ভিস ১ মে পর্যন্ত চলতে পারে। এ জন্য এই নৌ পথে সরাসরি এবং ভায়াসহ মোট ২৮টি লঞ্চ সার্ভিস থাকছে।

এদিকে নৌপথে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে গতকাল মঙ্গলবার জেলা প্রশাসনের সভায় নানা উদ্যোগ নেওয়া হয়েছে।

বরিশাল বিআইডব্লিউটিএর নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পরিদর্শক কবির হোসেন বলেন, টাইম টেবিল অনুযায়ী বরিশাল ঢাকা-রুটে ২১টি লঞ্চ রয়েছে। এ ছাড়া ভায়া লঞ্চ রয়েছে সাতটি। ঈদের ৫ দিন আগে ও পরের ১০ দিন ঈদ সার্ভিসের কার্যক্রম চালু করার নির্দেশ পেয়েছেন প্রধান কার্যালয় থেকে। সে অনুযায়ী বরিশাল নৌবন্দরে যাত্রীসেবা দেবেন তাঁরা।

জানতে চাইলে বরিশাল-ঢাকা নৌপথে লঞ্চ পরিচালনার সদস্যসচিব সিদ্দিকুর রহমান পাটোয়ারী বলেছেন, ২৯ এপ্রিল থেকে নিয়মিত লঞ্চের পাশাপাশি বিশেষ সার্ভিস দেওয়ার জন্যও তাঁদের বাড়তি লঞ্চ সদরঘাটে থাকবে। তাঁদের লক্ষ্য ২৯ এপ্রিল থেকে বিশেষ সার্ভিস দেওয়া। কিন্তু গার্মেন্টস যদি ছুটি দেওয়া হয় ৩০ এপ্রিল থেকে, তবে বিশেষ সার্ভিস ৩০ থেকে ১ মে পর্যন্ত চলমান থাকবে। ঢাকা-বরিশাল রুটে তাঁদের নিয়মিত লঞ্চ রয়েছে ২১টি। এবার ঈদ মৌসুমে ভায়াসহ ২৮টি লঞ্চই যাত্রী সার্ভিস দেওয়ার জন্য প্রস্তুত রাখা হয়েছে।

এমভি সুন্দরবন-১০ লঞ্চের মাস্টার মজিবর রহমান বলেন, গত দুই বছর করোনার কারণে ঈদ উৎসব স্বাচ্ছন্দ্যে করতে পারেননি বরিশালের মানুষ। তাই এবার বাড়ি ফেরার যাত্রী হবে বেশি। যে কারণে যাত্রীদের নিরাপত্তায় বাড়তি সতর্ক হতে হচ্ছে।

লঞ্চ মালিক সমিতির কেন্দ্রীয় সহসভাপতি সাইদুর রহমান রিন্টু বলেন, লঞ্চের বিশেষ সার্ভিস গার্মেন্টস ছুটি দেওয়ার ওপর নির্ভর করবে। সে অনুযায়ী গার্মেন্টস ৩০ এপ্রিল থেকে ছুটি দিলে তাঁরা ৩০ এপ্রিল ও ১ মে বিশেষ সার্ভিস দেবেন। ওই দিন তাঁদের ডাবল ট্রিপে লঞ্চ চলবে। তার আগে ছুটি হলে ২৯ এপ্রিলও বিশেষ সার্ভিস দেওয়া হতে পারে। ঈদের পর বরিশাল থেকে ঢাকায় ফিরতি লঞ্চের বিশেষ সার্ভিস ৭, ৮ ও ৯ মে মাসের দিকে হতে পারে।

সাইদুর রহমান রিন্টু বলেন, এবার দীর্ঘ ছুটিতে যাত্রী ব্যাপক হলেও ভাগাভাগি করে যাবেন বাড়িতে। যদিও নৌ মন্ত্রণালয়ের সচিব, চেয়ারম্যানের সঙ্গে একাধিক সভায় ‘ডেঞ্জার’ মৌসুম হওয়ায় সতর্ক হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সে অনুযায়ী তাঁরা লঞ্চে সব ধরনের নিরাপত্তা বজায় রাখবেন। বরিশাল বন্দর কর্মকর্তার সঙ্গেও তাঁদের কথা হয়েছে। যেহেতু ডাবল ট্রিপে লঞ্চ রাতে পৌঁছাবে, সেহেতু যাত্রী ছাউনিতে পানি, পুলিশি টিম থাকবে।

এদিকে ঈদে যাত্রীদের বাড়িফেরা নিরাপদ করতে মঙ্গলবার বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বিআইডব্লিউটিএ, কোস্টগার্ড, পুলিশ ও র‍্যাব কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভা সূত্রে জানা গেছে, এ বছর ঈদে ঘরমুখো মানুষের স্রোত বাড়বে। এ কারণে বেসরকারি ও সরকারি মিলিয়ে প্রায় ৩০টি বড় নৌযানে যাত্রী পরিবহন করবে। যাত্রীদের নির্বিঘ্ন চলাচলের জন্য ঈদের আগে ৫ দিন এবং পরের ৫ দিন ঢাকা-বরিশাল নৌপথে বাল্কহেড চলাচল নিষিদ্ধ করা হয়েছে।

সভায় ফিটনেস সার্টিফিকেট ছাড়া লঞ্চ না চালানো, অতিরিক্ত যাত্রী বহন রোধ এবং লঞ্চের টিকিট কালোবাজারি রোধে বিআইডব্লিউটিএকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। এসব সিদ্ধান্ত বাস্তবায়নে নদীবন্দরে সার্বক্ষণিক ভ্রাম্যমাণ আদালত কাজ করবে বলে জানান বরিশাল নৌবন্দর কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

চিন্ময় দাসের জামিন স্থগিতের আবেদন, শুনানি রোববার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত