Ajker Patrika

মানসিক ভারসাম্যহীন ভাইবোন শিকলবন্দী

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২২, ১৪: ০১
মানসিক ভারসাম্যহীন ভাইবোন শিকলবন্দী

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের গনেরগাঁও গ্রামে দিনমজুর ফজলু মিয়ার মানসিক ভারসাম্যহীন মেয়ে আছমা আক্তার (৩৩) ও ছেলে জাহাঙ্গীরকে (২৬) তিন বছর ধরে লোহার শিকলে বন্দী করে রাখা হয়েছে। বয়সের ভারে ফজলু মিয়া এখন মজুরির কাজও করতে পারছেন না। অর্থের অভাবে ছেলে-মেয়ের চিকিৎসা করাতে পারেননি। স্থানীয় বাসিন্দাদের দাবি, তাঁদের চিকিৎসা এবং খেয়ে-পরে বেঁচে থাকার জন্য প্রশাসনিকভাবে সাহায্য করা হোক। অন্যদিকে প্রশাসন বলছে, ভাই-বোনের জন্য প্রতিবন্ধী ভাতার ব্যবস্থা করা হয়েছে। অন্য কোনোভাবে আর সহায়তা করা যায় কী না দেখা হচ্ছে।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আছমা ঢাকায় এক পোশাক কারখানায় চাকরি করতেন। মা-বাবাকে টাকা পাঠানোর পাশাপাশি নিজের ভবিষ্যতের জন্য কিছু টাকা জমাও রাখতেন একজনের কাছে। দীর্ঘ পাঁচ বছরে বেশকিছু টাকা জমা হয়। হঠাৎ করেই জমানো সেই টাকা নিয়ে উধাও হয়ে যায় লোকটি। এরপর আছমা চাকরি ছেড়ে দেন এবং একপর্যায়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। অন্যদিকে জাহাঙ্গীর শ্রমিকের কাজ ও ঝালমুড়ি বিক্রি করতেন। একদিন বড় বোন আছমা আক্তার মা ফজিলা বেগমকে ইট দিয়ে মাথায় আঘাত করেন ও তাঁকে মারপিট করেন। এতে ক্ষিপ্ত হয়ে জাহাঙ্গীর আছমা আক্তারকে মারপিট করেন। এ ঘটনার পর থেকে জাহাঙ্গীরও ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়েন এবং একপর্যায়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। বয়সের ভারে মা ফজিলা খাতুন ঠিকমতো চোখে দেখেন না। দিনমজুর বাবা ফজলু মিয়ার পক্ষে ছেলে-মেয়ে ও স্ত্রীর চিকিৎসা করানো সম্ভব হয়নি। এদিকে ছেলে-মেয়ের পাগলামি বেড়ে গেলে এবং হারিয়ে যাওয়ার ভয়ে তাঁদের শিকলে বেঁধে রাখেন। এভাবেই চলছে তাঁদের দিন। ফজলু মিয়ার চার মেয়ে ও এক ছেলে। তিন মেয়ের বিয়ে দিয়েছেন। এখন বয়সের ভারে মজুরির কাজও করতে পারছেন না।

সম্প্রতি ফজলু মিয়ার বাড়ি গেলে দেখা যায়, ভাঙা ঘরে একটি চৌকি ছাড়া আর কোনো আসবাব নেই। বাড়িতে ঢুকতেই দেখা গেল গাছের সঙ্গে জাহাঙ্গীরকে এবং আছমাকে সিমেন্টের খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়েছে। মানুষ দেখলেই তাঁরা শিকল দেখিয়ে খুলে দেওয়ার জন্য ইশারা করেন।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মইনুর রহমান মনির বলেন, ‘গনেরগাঁও গ্রামের দিনমজুর ফজলু মিয়ার প্রতিবন্ধী মেয়ে আছমা আক্তার ও ছেলে জাহাঙ্গীরকে প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়া হয়েছে। অন্য কোনোভাবে সরকারি সহযোগিতা করা যায় কী না এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে পরামর্শ করব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত