Ajker Patrika

‘সব সেক্টরেই এখন কাজ করা যাচ্ছে অনলাইনে ’

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ১৭: ২১
‘সব সেক্টরেই এখন কাজ করা যাচ্ছে অনলাইনে ’

ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুরে নানা আয়োজনে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত হয়েছে। গতকাল রোববার এ উপলক্ষে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, শোভাযাত্রা, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান সরকারের নেতৃত্বে বাংলাদেশ ডিজিটাল দেশে পরিণত হয়েছে। দেশের সব সেক্টরে এখন অনলাইনে কাজ করা যাচ্ছে। ডিজিটালাইজেশনের ফলে আজকের প্রজন্ম ঘরে বসেই নিজেদের কর্মসংস্থান সন্ধানের পাশাপাশি অর্থনৈতিকভাবেও স্বাবলম্বী হচ্ছেন।

ব্রাহ্মণবাড়িয়া: এ দিবস উপলক্ষে গতকাল সকালে শহরের নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয় থেকে একটি শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বিদ্যালয় মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. শেখ সহিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র মিসেস নায়ার কবির, অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইয়ামিন হোসেন প্রমুখ।

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া): গতকাল সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও হালিমা খাতুনের সভাপতিত্বে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময়ে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান রাফি উদ্দিন আহমেদ। এ ছাড়া উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদি হাসান খান শাওন, ভাইস চেয়ারম্যান ফয়েজ চিশতি, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার প্রমুখ।

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া): নবীনগরে এ দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ক-বিভাগে প্রথম স্থান অর্জন করে আলীয়াবাদ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ফাহমিদা ইবনাত। তার হাতে পুরস্কার তুলে দেন ইউএনও মো. একরামুল সিদ্দিক।

মতলব দক্ষিণ (চাঁদপুর): উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা হয়। ইউএনও ফাহমিদা হকের সভাপতিত্বে ও ডিজিটাল সেবা কেন্দ্রের পার্থ তানভীরের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ। এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহিম খান, উপজেলা প্রকৌশলী জাকির হোসেন মজুমদার, নাজমুন নাহার, উপাদী দক্ষিণ ইউপির চেয়ারম্যান মো. গোলাম মোস্তফা প্রধান প্রমুখ।

কচুয়া (চাঁদপুর): কচুয়া উপজেলায় এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। ইউএনও দীপায়ন দাস শুভের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান শিশির। এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম, কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন, মুক্তিযোদ্ধা আব্দুল মবিন, জাবের মিয়া ও সনতুষ চন্দ্র সেন প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

অপারেশন সিঁদুরে নিহত প্রায় দেড় শ সেনার তালিকা প্রকাশ করে মুছে ফেলল পাকিস্তানি টিভি

মুচলেকা দিয়ে ক্যাম্পাস ছাড়লেন আনন্দ মোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত