Ajker Patrika

রাজাপুরে ইয়াবাসহ আটক দুই জন

ঝালকাঠি প্রতিনিধি
আপডেট : ১১ নভেম্বর ২০২১, ১৬: ৩৫
রাজাপুরে ইয়াবাসহ আটক দুই জন

ঝালকাঠির রাজাপুরে পৃথক দুই অভিযানে ১১৫টি ইয়াবাসহ দুজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। গত মঙ্গলবার সকালে উপজেলার ইন্দ্রপাশা এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

আটকরা হলো উপজেলার পূর্ব ইন্দ্রপাশা এলাকার মো. তরিকুল ইসলাম (২৮), পশ্চিম ইন্দ্রপাশা এলাকার মো. সুমন মিয়া (২৯)।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তাঁদের দেহ তল্লাশি করে তরিকুলের কাছ থেকে ৯০টি ও সুমনের কাছ থেকে ২৫টি ইয়াবা উদ্ধার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় তাদের বিরুদ্ধে রাজাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুইটি পৃথক মামলা করা হয়েছে।

রাজাপুর থানার ওসি মো. শহিদুল ইসলাম বলেন, পৃথক দুটি মামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দুজনকে থানায় সোপর্দ করেছে। তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত