Ajker Patrika

আজ ভোট, ১১টির মধ্যে ৭টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ

নাঙ্গলকোট প্রতিনিধি
আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২১, ১৫: ৪৫
আজ ভোট, ১১টির মধ্যে ৭টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ

নাঙ্গলকোট পৌরসভার নির্বাচন আজ সোমবার। এবার প্রথম ইভিএম-এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। গত শনিবার রাতে শেষ হয়েছে নির্বাচনী প্রচার।

স্থানীয় সূত্রে জানা যায়, পৌরসভার ৯টি ওয়ার্ডে ১১টি ভোট কেন্দ্র রয়েছে। এর মধ্যে ৭টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ। কেন্দ্রগুলো হলো, নাঙ্গলকোট এ আর মডেল উচ্চবিদ্যালয়, থানা কমপ্লেক্স শিশু নিকেতন, হাছান মেমোরিয়াল ডিগ্রি কলেজ, মডেল মহিলা কলেজ, ধাতীশ্বর উচ্চবিদ্যালয়, কেন্দ্রা প্রাথমিক বিদ্যালয় ও বাতুপাড়া প্রাথমিক বিদ্যালয়।

নাঙ্গলকোট পৌর নির্বাচনে ৯ ওয়ার্ডে ৪৩ জন পুরুষ কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পৌরসভায় ১৯ হাজার ৮১১ জন ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৯ হাজার ৯২৬ জন ও নারী ভোটার ৯ হাজার ৮৮৫ জন।

এদিকে মেয়র পদে নৌকা প্রতীক নিয়ে আব্দুল মালেক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নির্বাচন কর্মকর্তা সুফিয়া সুলতানা আজকের পত্রিকাকে বলেন, নির্বাচনের সব প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রিসাইডিং কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর জন্য আলাদা নজরদারি করা হবে। যাতে কোনো ধরনের আপত্তিকর ঘটনা না ঘটে। শতভাগ শান্তিপূর্ণ নির্বাচনের আশা করছি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গাজীপুরে রাস্তা বন্ধ করে চলাচল করা সেই পুলিশ কমিশনারকে প্রত্যাহার

জামায়াত আমিরের বাসায় জ্যেষ্ঠ নেতাদের বৈঠক, পিআর নিয়ে অনড় অবস্থান

মির্জাপুরে বিএনপি নেতার পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৭

নীলফামারীর উত্তরা ইপিজেডে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, গুলি, এক শ্রমিক নিহত

কল্যাণ পার্টির চেয়ারম্যান পদ থেকে ইবরাহিমের নাম বাদ দিতে ইসিকে চিঠি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত