Ajker Patrika

হবিগঞ্জে বিএনপির ৪০ নেতা-কর্মী কারাগারে

হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জে বিএনপির ৪০ নেতা-কর্মী কারাগারে

হবিগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় বিএনপি কেন্দ্রীয় কমিটির নেতাসহ ৪০ নেতা-কর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার দুপুর দেড়টার দিকে হবিগঞ্জ জেলা ও দায়রা জজ  মেজবাহ্ উদ্দিন আহমেদ এর নির্দেশ দেন। এর মধ্যে বিএনপি কেন্দ্রীয় কমিটির সমবায় বিষয়ক সম্পাদক জি কে গউছ রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আসামি পক্ষের আইনজীবী মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন। তিনি বলেন, গত বছর ২২ ডিসেম্বর শহরের শায়েস্তানগর নিজ কার্যালয়ের সামনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশ নিয়ে চিকিৎসার দাবিতে সমাবেশের আয়োজন করে বিএনপি। অনুমতি না নিয়ে সমাবেশের আয়োজন করায় পুলিশ বাধা দেয়।

একপর্যায়ে পুলিশের সঙ্গে বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা–কর্মীদের সংঘর্ষ হয়। এ সময় কয়েকশ নেতা-কর্মী আহত হন। 
এ ঘটনার ২৪ ডিসেম্বর হবিগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হাসান ৭০ জন বিএনপি নেতা–কর্মীর নাম উল্লেখ করে দুই হাজার জনের বিরুদ্ধে মামলা করেন।

ওই মামলায় ৪০ নেতা-কর্মী হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের আগাম জামিন নেন। মঙ্গলবার ৬ সপ্তাহের জামিন শেষ হওয়ায় নেতা-কর্মীরা আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কারাগারে পাঠানো নেতা-কর্মীরা হলেন হবিগঞ্জ জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক  ও কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক জি কে গউছ, জেলা বিএনপির আহ্বায়ক  কাউন্সিলর আবুল হাসিম, যুগ্ম আহ্বায়ক  এনামুল হক সেলিমসহ আরও আনেকে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত