Ajker Patrika

নিখোঁজ ইমনকে পাওয়া গেল ধুরংখাল পাড়ে

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি
আপডেট : ০৭ জানুয়ারি ২০২২, ১২: ৫৪
নিখোঁজ ইমনকে পাওয়া গেল ধুরংখাল পাড়ে

নিখোঁজের ১০২ ঘণ্টা পর খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার তিনটহরী ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. ইমান হোসেন ওরফে ইমন (২৮) বাড়ি ফিরেছেন। গতকাল বৃহস্পতিবার ভোরে অপহরণকারীরা তাঁকে ছেড়ে দিয়েছেন বলে জানিয়েছে তাঁর পরিবার।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, গত শনিবার রাত ৯টার দিকে বাড়ি ফেরার পথে ইমন নিখোঁজ হন। পুলিশ খবর পেয়ে পরের দিন রোববার সকালে ঘটনাস্থল থেকে তাঁর মোটরসাইকেল জব্দ করে। এ ঘটনায় গত রবি ও মঙ্গলবার সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিলে অচল হয়ে পড়ে জনপদ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী ও রাজনৈতিক নেতারা বিষয়টি হস্তক্ষেপ করে ইমনকে উদ্ধারের আশ্বাস দেন। দীর্ঘ ১০২ ঘণ্টা পর গতকাল ভোরে সিন্দুকছড়ি-লক্ষ্মীছড়ি সড়কের দুল্যাতলীর উজানে ধুরংখাল পাড়ে ইমনকে রেখে যান অপহরণকারীরা।

পরে ইমনের চাচা ও মানিকছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শফিকুর রহমান ফারুক ও ছোট ভাই মো. আকতার হোসেন তাঁকে উদ্ধার করে সকালে বাড়ি নিয়ে আসেন।

বিষয়টি নিশ্চিত করেন ইউপি চেয়ারম্যান মো. শফিকুর রহমান ফারুক। তিনি বলেন, ‘ইমন নিখোঁজের পর সাধারণ মানুষ, ব্যবসায়ী ও দলীয় কর্মীরা আন্দোলন শুরু করেন। এতে প্রশাসন তৎপর হয়। সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরাসহ নেতারা ইমনকে উদ্ধারে নানাভাবে আঞ্চলিক রাজনৈতিক দলগুলোর ওপর চাপ প্রয়োগ করেন। এতে গতকাল ভোরে অপহরণকারীরা ইমনকে অক্ষত অবস্থায় ধুরং ব্রিজের পাড়ে রেখে চলে যান। পরে খবর পেয়ে আমরা তাঁকে উদ্ধার করে নিয়ে আসি। এই ঘটনায় যাঁরা সহযোগিতা করেছেন, তাঁদের সবাইকে পরিবারের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি।’

মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহনূর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, প্রশাসনিক ও রাজনৈতিক নেতাদের তৎপরতায় অপহরণকারীরা ইমনকে ছেড়ে দিতে বাধ্য হয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

কাতারের রাজপরিবারের দেওয়া বিলাসবহুল বিমান না নেওয়াটা বোকামি: ট্রাম্প

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

পুলিশ হত্যাকারী ফোর্স হতে পারে না: আইজিপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত