Ajker Patrika

সিলেটের আয়োজক শাবির সিইপি বিভাগ

শাবিপ্রবি প্রতিনিধি
আপডেট : ০৯ জানুয়ারি ২০২২, ১১: ২৫
সিলেটের আয়োজক শাবির সিইপি বিভাগ

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টসের (বিআরআইসিএম) উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে বঙ্গবন্ধু কেমিক্যাল মেট্রোলজি অলিম্পিয়াড। ২১ জানুয়ারি দেশব্যাপী অনুষ্ঠিত হবে এই অলিম্পিয়াডের প্রথম পর্ব।

অলিম্পিয়াডে সিলেট জোনের আয়োজনে থাকছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স (সিইপি) বিভাগ। এই জোনের মধ্যে রয়েছে সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলা।

এ প্রতিযোগিতা তিনটি গ্রুপে অনুষ্ঠিত হবে। প্রথম গ্রুপে অষ্টম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা, দ্বিতীয় গ্রুপে একাদশ-দ্বাদশ শ্রেণি এবং তৃতীয় গ্রুপে স্নাতক এবং তদূর্ধ্ব শিক্ষার্থীরা অংশ নেবেন। আগ্রহীরা ১১ জানুয়ারি পর্যন্ত নিবন্ধন করতে পারবেন। এতে সম্পূর্ণ ফ্রিতে নিবন্ধন করতে পারবেন শিক্ষার্থীরা। আগ্রহীরা ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।

প্রতিযোগিতাটি আয়োজনের জন্য শাবিপ্রবির সিইপি বিভাগ পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে। এতে আহ্বায়ক হিসেবে রয়েছেন সিইপি বিভাগের অধ্যাপক ইঞ্জিনিয়ার ড. সালমা আখতার। সদস্যসচিব হিসেবে রয়েছেন অধ্যাপক ড. মো. জাকির হোসেন।

এ ছাড়া সদস্য হিসেবে থাকছেন একই বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মস্তাবুর রহমান, সহযোগী অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান, সহকারী অধ্যাপক মো. দেলোয়ার হোসেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

অপারেশন সিঁদুরে নিহত প্রায় দেড় শ সেনার তালিকা প্রকাশ করে মুছে ফেলল পাকিস্তানি টিভি

মুচলেকা দিয়ে ক্যাম্পাস ছাড়লেন আনন্দ মোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত