Ajker Patrika

টঙ্গীতে পোশাক কারখানার কর্মীকে ধর্ষণের অভিযোগ

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২২, ১১: ০৫
টঙ্গীতে পোশাক কারখানার কর্মীকে ধর্ষণের অভিযোগ

গাজীপুরের টঙ্গীতে এক পোশাক কারখানার নারী আইটি কর্মকর্তাকে (২৪) ধর্ষণের অভিযোগ উঠেছে রাজু আহাম্মেদ নামের এক ব্যক্তির বিরুদ্ধে। গত শুক্রবার রাত ৯টার দিকে গাজীপুরা বাইগারটেক এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় গত শনিবার রাতে টঙ্গী পূর্ব থানায় মামলা হয়েছে।

রাজু আহাম্মেদ কুষ্টিয়ার ভেড়ামারা থানার কুদালীপাড়া গ্রামের আ. রউফ মিয়ার ছেলে। রাজু আশুলিয়া জিরাবো এলাকায় ভাড়া থাকেন। ভুক্তভোগী নারী গাজীপুরা এলাকার একটি পোশাক কারখানায় আইটি কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন।

পুলিশ জানায়, প্রায় আট মাস আগে মোবাইল ফোনে রাজু আহাম্মেদের সঙ্গে পরিচয় থেকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ওই নারীর। প্রেমের সম্পর্কে গত শুক্রবার রাতে ওই নারীর বাইগারটেক এলাকার বাসায় আসে রাজু। সেখানে তাঁকে বিয়ে করার প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করেন রাজু। পরদিন বিয়ের জন্য চাপ দিলে রাজু ওই নারীকে বিভিন্ন ভয়ভীতি দেখান ও হুমকি দেন। পরদিন শনিবার রাতে ভুক্তভোগী ধর্ষণ মামলা করেন।

টঙ্গী পূর্ব থানার ওসি মো. জাবেদ মাসুদ বলেন, পুলিশ ওই নারীর স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। এ ঘটনায় মামলা হয়েছে। আসামিকে দ্রুত গ্রেপ্তার করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

অপারেশন সিঁদুরে নিহত প্রায় দেড় শ সেনার তালিকা প্রকাশ করে মুছে ফেলল পাকিস্তানি টিভি

মুচলেকা দিয়ে ক্যাম্পাস ছাড়লেন আনন্দ মোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত