Ajker Patrika

মহানবী (সা.)-এর আনুগত্য ফরজ

মুহাম্মদ হেদায়ত উল্লাহ
মহানবী (সা.)-এর আনুগত্য ফরজ

হজরত মুহাম্মদ (সা.)-এর আনুগত্য, অনুসরণ ও অনুকরণ করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। তা না করে কেউ প্রকৃত মুমিন হতে পারে না। আল্লাহ তাআলা বলেন, ‘বলুন, আল্লাহ ও রাসুলের আনুগত্য করো। বস্তুত যদি তারা বিমুখ হয়, তাহলে আল্লাহ কাফিরদের ভালোবাসেন না।’ (সুরা আলে ইমরান: ৩২) অন্য আয়াতে বলেন, ‘কেউ রাসুলের অনুসরণ করলে সে তো আল্লাহরই অনুসরণ করল। আর যারা আপনার আনুগত্য করল না, তারা জেনে রাখুক—আমি আপনাকে তাদের প্রহরী নিযুক্ত করিনি।’ (সুরা নিসা: ৮০)

রাসুল (সা.) আল্লাহর আদেশই আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। সুতরাং তাঁর আনুগত্য করার অর্থ আল্লাহরই আনুগত্য করা এবং তাঁর অবাধ্য হওয়ার অর্থ আল্লাহরই অবাধ্য হওয়া। মহানবী (সা.) এরশাদ করেন, ‘যে আমার আনুগত্য করল, সে আল্লাহরই আনুগত্য করল, আর যে আমার অবাধ্য হলো, সে আল্লাহরই অবাধ্য হলো।’ (মুসলিম: ৪৮৫২)

মহানবী (সা.)-এর আনুগত্য জান্নাত লাভের মাধ্যম। আল্লাহ তাআলা বলেন, ‘এ আল্লাহর নির্ধারিত সীমা। যে ব্যক্তি আল্লাহ ও রাসুলের আদেশমতো চলে, তিনি তাকে জান্নাতসমূহে প্রবেশ করাবেন, যার তলদেশ দিয়ে স্রোতঃস্বিনী প্রবাহিত হবে। তারা সেখানে চিরকাল থাকবে। এ হলো মহাসাফল্য।’ (সুরা নিসা: ১৩)

অন্যত্র এরশাদ হচ্ছে, ‘আর যে আল্লাহ এবং রাসুলের আনুগত্য করবে, সে তাঁদের সঙ্গী হবে, যাঁদের আল্লাহ নিয়ামত দিয়েছেন। (তাঁরা হলেন) নবী, সিদ্দিক, শহীদ ও সৎকর্মশীল ব্যক্তি। আর তাঁরা কতই-না উত্তম সঙ্গী!’ (সুরা নিসা: ৬৯)

মহানবী (সা.)-এর আনুগত্য না করলে মুমিনের আমল নষ্ট হয়। আল্লাহ তাআলা বলেন, ‘হে মুমিনগণ, আল্লাহর আনুগত্য করো এবং রাসুলের আনুগত্য করো; আর তোমাদের কর্ম বিনষ্ট কোরো না।’ (সুরা মুহাম্মদ: ৩৩)

মুহাম্মদ হেদায়ত উল্লাহ, ইসলামবিষয়ক গবেষক

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: বাকের মজুমদার

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

চাকরিতে কোটা: সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য আসছে সমান সুযোগ

যুদ্ধবিরতি ঘোষণার কারণে এক্সে তোপের মুখে ভারতের পররাষ্ট্রসচিব ও তাঁর মেয়ে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত