নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জাতীয় সংসদের ছয়টি শূন্য আসনে উপনির্বাচনে ভোট গ্রহণ আজ বুধবার। আন্দোলনের অংশ হিসেবে বিএনপির সংসদ সদস্যরা পদত্যাগ করায় এই ছয়টি আসন শূন্য হয়। ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে সকাল সাড়ে আটটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট চলবে। এরই মধ্যে নির্বাচনী সামগ্রী সংশ্লিষ্ট সব দপ্তরে পৌঁছে গেছে। তবে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী আবু আসিফ আহমেদের সন্ধান পাওয়া যায়নি। ভোটে যাতে অপ্রীতিকর কিছু না ঘটে সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে আছে।
নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের যুগ্ম সচিব আসাদুজ্জামান জানান, ইতিমধ্যে সব ধরনের নির্বাচনী প্রচার বন্ধ আছে। আজ নির্বাচনী এলাকায় ট্রাক, পিকআপ ও ইঞ্জিনচালিত নৌযান চলাচল বন্ধ থাকবে। মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে আগামীকাল বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত। তবে ইসির অনুমতি নিয়ে যেকোনো যান চলাচল করতে পারবে।
ইসি জানায়, এই ছয় আসনের উপনির্বাচনে সাধারণ কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ১৬-১৭ জন এবং গুরুত্বপূর্ণ কেন্দ্রে ১৭-১৮ জন করে সদস্য মোতায়েন থাকছেন। সাধারণ কেন্দ্রে অস্ত্রসহ পুলিশ ৩ জন, অস্ত্রসহ অঙ্গীভূত আনসার ১ জন, অস্ত্র বা লাঠিসহ অঙ্গীভূত আনসার ১ জন, লাঠিসহ অঙ্গীভূত আনসার সদস্য (মহিলা-৪, পুরুষ-৬) ১০ জন এবং লাঠিসহ গ্রাম পুলিশ ১-২ জন, দফাদার বা মহল্লাদার (লাঠিসহ) ক্ষেত্রবিশেষ ২ জন। গুরুত্বপূর্ণ কেন্দ্রে অস্ত্রসহ পুলিশ ৪ জন, অস্ত্রসহ অঙ্গীভূত আনসার ১ জন, অস্ত্র বা লাঠিসহ অঙ্গীভূত আনসার ১ জন, লাঠিসহ অঙ্গীভূত আনসার সদস্য (মহিলা-৪, পুরুষ-৬) ১০ জন এবং লাঠিসহ গ্রাম পুলিশ ১-২ জন, দফাদার বা মহল্লাদার (লাঠিসহ) ক্ষেত্রবিশেষ ২ জন।
জানা যায়, ঠাকুরগাঁও-৩ আসনে ২৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট; বগুড়া-৪ আসনে ২৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট; বগুড়া-৬ আসনে ১৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট; চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে ২৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৩ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট; চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে ২০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ২৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।
ইসি জানায়, নির্বাচনে আগের মতোই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। শুধু বগুড়া-৬ আসনে অতিরিক্ত চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
একনজরে প্রার্থী ও ভোটার সংখ্যা
ঠাকুরগাঁও-৩ আসনে প্রার্থী ৬ জন, ভোটকেন্দ্র ১২৮টি আর ভোটার ৩ লাখ ২৪ হাজার ৭৪১ জন। বগুড়া-৪ আসনে প্রার্থী ৯ জন, ভোটকেন্দ্র ১১২টি, ভোটার ৩ লাখ ২৮ হাজার ৪৬৯ জন। বগুড়া-৬ আসনে প্রার্থী ১১ জন, ভোটকেন্দ্র ১৪৩টি, ভোটার ৪ লাখ ১০ হাজার ৭৪৩ জন। চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে প্রার্থী ৬ জন, ভোটকেন্দ্র ১৮০টি, ভোটার ৪ লাখ ৫ হাজার ৪৫০ জন। চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে প্রার্থী ৩ জন, ভোটকেন্দ্র ১৭২টি, ভোটার ৪ লাখ ১১ হাজার ৪৯৫ জন। ব্রাক্ষণবাড়িয়া-২ আসনে প্রার্থী ৫ জন, ভোটকেন্দ্র ১৩২টি, ভোটার ৩ লাখ ৭৩ হাজার ৩১৯ জন।
সুষ্ঠু ভোটের আশ্বাস ইসির
নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান জানিয়েছেন, ভোট সুষ্ঠু করতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে। গাইবান্ধা-৫ উপনির্বাচনের কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, ‘আমাদের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা সব ব্যবস্থা নিয়েছি।’
ভোটের প্রস্তুতি সম্পর্কে আনিছুর রহমান বলেন, ‘যথারীতি সব প্রস্তুতি আছে। খালি একটাই নাই, সিসি ক্যামেরার ব্যবস্থা করি নাই। বাকি সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সুষ্ঠু-সুন্দর নির্বাচন করার জন্য যা যা করার দরকার, সব ধরনের প্রস্তুতি আমরা নিয়েছি। ভোটকেন্দ্রে নিরবচ্ছিন্নভাবে সাড়ে আটটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত ভোট চলবে। ইভিএমে ভোট দেওয়ার জন্য ভোটার এডুকেশন যথেষ্ট করা হচ্ছে।’ সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট হবে বলে আশা প্রকাশ করেন এই কমিশনার।
জাতীয় সংসদের ছয়টি শূন্য আসনে উপনির্বাচনে ভোট গ্রহণ আজ বুধবার। আন্দোলনের অংশ হিসেবে বিএনপির সংসদ সদস্যরা পদত্যাগ করায় এই ছয়টি আসন শূন্য হয়। ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে সকাল সাড়ে আটটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট চলবে। এরই মধ্যে নির্বাচনী সামগ্রী সংশ্লিষ্ট সব দপ্তরে পৌঁছে গেছে। তবে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী আবু আসিফ আহমেদের সন্ধান পাওয়া যায়নি। ভোটে যাতে অপ্রীতিকর কিছু না ঘটে সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে আছে।
নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের যুগ্ম সচিব আসাদুজ্জামান জানান, ইতিমধ্যে সব ধরনের নির্বাচনী প্রচার বন্ধ আছে। আজ নির্বাচনী এলাকায় ট্রাক, পিকআপ ও ইঞ্জিনচালিত নৌযান চলাচল বন্ধ থাকবে। মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে আগামীকাল বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত। তবে ইসির অনুমতি নিয়ে যেকোনো যান চলাচল করতে পারবে।
ইসি জানায়, এই ছয় আসনের উপনির্বাচনে সাধারণ কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ১৬-১৭ জন এবং গুরুত্বপূর্ণ কেন্দ্রে ১৭-১৮ জন করে সদস্য মোতায়েন থাকছেন। সাধারণ কেন্দ্রে অস্ত্রসহ পুলিশ ৩ জন, অস্ত্রসহ অঙ্গীভূত আনসার ১ জন, অস্ত্র বা লাঠিসহ অঙ্গীভূত আনসার ১ জন, লাঠিসহ অঙ্গীভূত আনসার সদস্য (মহিলা-৪, পুরুষ-৬) ১০ জন এবং লাঠিসহ গ্রাম পুলিশ ১-২ জন, দফাদার বা মহল্লাদার (লাঠিসহ) ক্ষেত্রবিশেষ ২ জন। গুরুত্বপূর্ণ কেন্দ্রে অস্ত্রসহ পুলিশ ৪ জন, অস্ত্রসহ অঙ্গীভূত আনসার ১ জন, অস্ত্র বা লাঠিসহ অঙ্গীভূত আনসার ১ জন, লাঠিসহ অঙ্গীভূত আনসার সদস্য (মহিলা-৪, পুরুষ-৬) ১০ জন এবং লাঠিসহ গ্রাম পুলিশ ১-২ জন, দফাদার বা মহল্লাদার (লাঠিসহ) ক্ষেত্রবিশেষ ২ জন।
জানা যায়, ঠাকুরগাঁও-৩ আসনে ২৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট; বগুড়া-৪ আসনে ২৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট; বগুড়া-৬ আসনে ১৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট; চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে ২৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৩ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট; চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে ২০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ২৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।
ইসি জানায়, নির্বাচনে আগের মতোই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। শুধু বগুড়া-৬ আসনে অতিরিক্ত চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
একনজরে প্রার্থী ও ভোটার সংখ্যা
ঠাকুরগাঁও-৩ আসনে প্রার্থী ৬ জন, ভোটকেন্দ্র ১২৮টি আর ভোটার ৩ লাখ ২৪ হাজার ৭৪১ জন। বগুড়া-৪ আসনে প্রার্থী ৯ জন, ভোটকেন্দ্র ১১২টি, ভোটার ৩ লাখ ২৮ হাজার ৪৬৯ জন। বগুড়া-৬ আসনে প্রার্থী ১১ জন, ভোটকেন্দ্র ১৪৩টি, ভোটার ৪ লাখ ১০ হাজার ৭৪৩ জন। চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে প্রার্থী ৬ জন, ভোটকেন্দ্র ১৮০টি, ভোটার ৪ লাখ ৫ হাজার ৪৫০ জন। চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে প্রার্থী ৩ জন, ভোটকেন্দ্র ১৭২টি, ভোটার ৪ লাখ ১১ হাজার ৪৯৫ জন। ব্রাক্ষণবাড়িয়া-২ আসনে প্রার্থী ৫ জন, ভোটকেন্দ্র ১৩২টি, ভোটার ৩ লাখ ৭৩ হাজার ৩১৯ জন।
সুষ্ঠু ভোটের আশ্বাস ইসির
নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান জানিয়েছেন, ভোট সুষ্ঠু করতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে। গাইবান্ধা-৫ উপনির্বাচনের কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, ‘আমাদের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা সব ব্যবস্থা নিয়েছি।’
ভোটের প্রস্তুতি সম্পর্কে আনিছুর রহমান বলেন, ‘যথারীতি সব প্রস্তুতি আছে। খালি একটাই নাই, সিসি ক্যামেরার ব্যবস্থা করি নাই। বাকি সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সুষ্ঠু-সুন্দর নির্বাচন করার জন্য যা যা করার দরকার, সব ধরনের প্রস্তুতি আমরা নিয়েছি। ভোটকেন্দ্রে নিরবচ্ছিন্নভাবে সাড়ে আটটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত ভোট চলবে। ইভিএমে ভোট দেওয়ার জন্য ভোটার এডুকেশন যথেষ্ট করা হচ্ছে।’ সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট হবে বলে আশা প্রকাশ করেন এই কমিশনার।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫