পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভায় আগামীকাল ভোট। প্রথমবারের মতো এই পৌরসভায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট অনুষ্ঠিত হবে। ইভিএমে কীভাবে ভোট দিতে হবে, সে বিষয়ে ধারণা দিতেই অনুশীলনমূলক ভোটের (মক ভোটিং) আয়োজন করে উপজেলা নির্বাচন কমিশন।
গতকাল রোববার পৌরসভার সব কটি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে অনুশীলন ভোট। একই সঙ্গে ইভিএমে ভোট দিতে সাধারণ ভোটারদের উৎসাহিত করা হয়।
সরেজমিন দেখা গেছে, পাকুন্দিয়া সরকারি উচ্চবিদ্যালয় কেন্দ্রের বাইরে পুলিশ পাহারা দিচ্ছে। বিদ্যালয়ের দক্ষিণ দিকে পুরুষ ও উত্তর দিকে নারী ভোটারদের লাইন দেখা যায়। ভোটাররা লাইনে দাঁড়িয়ে আছেন মক ভোট (অনুশীলন ভোট) দেওয়ার জন্য। দায়িত্বরত কর্মকর্তারা মক ভোটিং দিতে আসা ভোটারদের জাতীয় পরিচয়পত্র এবং আঙুলের ছাপ নিয়ে ভোটার শনাক্ত করছেন। কীভাবে প্রতীক চিহ্নিত করে কোন বাটনে কীভাবে চাপ দিয়ে ভোট দিতে হবে, সে বিষয়ে হাতে-কলমে শেখাচ্ছেন কর্মকর্তারা। একই সঙ্গে ভুল হলে কী করতে হবে, কোন বাটনে চাপ দিলে ভোট নিশ্চিত হবে, সেটিও ভোটারদের জানানো হচ্ছে।
পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের বকুল মিয়া নামের এক ভোটার বলেন, ‘প্রথমবার ইভিএমের মাধ্যমে ভোট হচ্ছে। কীভাবে মেশিনে ভোট দিতে হয়, তা জানা ছিল না। আজ (রোববার) এখানে এসে জানতে পেরেছি। বিষয়টি খুব সহজ। আমি শিখেছি। অন্যদের শেখাব এবং ভোট দিতে উৎসাহিত করব।’
শম্পা নামের দুই নম্বর ওয়ার্ডের এক ভোটার বলেন, ‘ইভিএমে কীভাবে ভোট দিতে হয়, তা শিখতে এসেছি। শিখলাম। এখন আর ভোট দিতে কোনো ঝামেলা হবে না।’
পাকুন্দিয়া সরকারি উচ্চবিদ্যালয় কেন্দ্রে দায়িত্বরত এক কর্মকর্তা বলেন, ‘ইভিএমে ভোট দেওয়া খুব সহজ। এতে একজনের ভোট আরেকজনের দেওয়ার কোনো সুযোগ নেই। কত ভোট কাস্ট হয়েছে, তা সঙ্গে সঙ্গে জানা যায়। দ্রুত ফলাফল দেওয়া সম্ভব হয়।’
জেলা নির্বাচন কর্মকর্তা ও পাকুন্দিয়া পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার মোহাম্মদ আশ্রাফুল আলম বলেন, ‘প্রথমবারের মতো ইভিএম পদ্ধতিতে ভোট নেওয়া হবে। ইভিএমে কীভাবে ভোট দিতে হবে, তা জানাতেই মক ভোটিংয়ের আয়োজন করা হয়েছে। এতে ভোটারদের সংশয় কাটবে।’
তিনি আরও জানান, পৌরসভায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, পৌরসভায় মোট ভোটারের সংখ্যা ২৩ হাজার ১৫১ জন। মেয়র পদে আওয়ামী লীগ, বিএনপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও স্বতন্ত্রসহ মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া ৯টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ৩২ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৮ জন প্রার্থী লড়ছেন।
কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভায় আগামীকাল ভোট। প্রথমবারের মতো এই পৌরসভায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট অনুষ্ঠিত হবে। ইভিএমে কীভাবে ভোট দিতে হবে, সে বিষয়ে ধারণা দিতেই অনুশীলনমূলক ভোটের (মক ভোটিং) আয়োজন করে উপজেলা নির্বাচন কমিশন।
গতকাল রোববার পৌরসভার সব কটি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে অনুশীলন ভোট। একই সঙ্গে ইভিএমে ভোট দিতে সাধারণ ভোটারদের উৎসাহিত করা হয়।
সরেজমিন দেখা গেছে, পাকুন্দিয়া সরকারি উচ্চবিদ্যালয় কেন্দ্রের বাইরে পুলিশ পাহারা দিচ্ছে। বিদ্যালয়ের দক্ষিণ দিকে পুরুষ ও উত্তর দিকে নারী ভোটারদের লাইন দেখা যায়। ভোটাররা লাইনে দাঁড়িয়ে আছেন মক ভোট (অনুশীলন ভোট) দেওয়ার জন্য। দায়িত্বরত কর্মকর্তারা মক ভোটিং দিতে আসা ভোটারদের জাতীয় পরিচয়পত্র এবং আঙুলের ছাপ নিয়ে ভোটার শনাক্ত করছেন। কীভাবে প্রতীক চিহ্নিত করে কোন বাটনে কীভাবে চাপ দিয়ে ভোট দিতে হবে, সে বিষয়ে হাতে-কলমে শেখাচ্ছেন কর্মকর্তারা। একই সঙ্গে ভুল হলে কী করতে হবে, কোন বাটনে চাপ দিলে ভোট নিশ্চিত হবে, সেটিও ভোটারদের জানানো হচ্ছে।
পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের বকুল মিয়া নামের এক ভোটার বলেন, ‘প্রথমবার ইভিএমের মাধ্যমে ভোট হচ্ছে। কীভাবে মেশিনে ভোট দিতে হয়, তা জানা ছিল না। আজ (রোববার) এখানে এসে জানতে পেরেছি। বিষয়টি খুব সহজ। আমি শিখেছি। অন্যদের শেখাব এবং ভোট দিতে উৎসাহিত করব।’
শম্পা নামের দুই নম্বর ওয়ার্ডের এক ভোটার বলেন, ‘ইভিএমে কীভাবে ভোট দিতে হয়, তা শিখতে এসেছি। শিখলাম। এখন আর ভোট দিতে কোনো ঝামেলা হবে না।’
পাকুন্দিয়া সরকারি উচ্চবিদ্যালয় কেন্দ্রে দায়িত্বরত এক কর্মকর্তা বলেন, ‘ইভিএমে ভোট দেওয়া খুব সহজ। এতে একজনের ভোট আরেকজনের দেওয়ার কোনো সুযোগ নেই। কত ভোট কাস্ট হয়েছে, তা সঙ্গে সঙ্গে জানা যায়। দ্রুত ফলাফল দেওয়া সম্ভব হয়।’
জেলা নির্বাচন কর্মকর্তা ও পাকুন্দিয়া পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার মোহাম্মদ আশ্রাফুল আলম বলেন, ‘প্রথমবারের মতো ইভিএম পদ্ধতিতে ভোট নেওয়া হবে। ইভিএমে কীভাবে ভোট দিতে হবে, তা জানাতেই মক ভোটিংয়ের আয়োজন করা হয়েছে। এতে ভোটারদের সংশয় কাটবে।’
তিনি আরও জানান, পৌরসভায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, পৌরসভায় মোট ভোটারের সংখ্যা ২৩ হাজার ১৫১ জন। মেয়র পদে আওয়ামী লীগ, বিএনপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও স্বতন্ত্রসহ মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া ৯টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ৩২ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৮ জন প্রার্থী লড়ছেন।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪