Ajker Patrika

ইভিএমে ভোটের অনুশীলন

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০১ নভেম্বর ২০২১, ১৭: ৫২
ইভিএমে ভোটের অনুশীলন

কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভায় আগামীকাল ভোট। প্রথমবারের মতো এই পৌরসভায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট অনুষ্ঠিত হবে। ইভিএমে কীভাবে ভোট দিতে হবে, সে বিষয়ে ধারণা দিতেই অনুশীলনমূলক ভোটের (মক ভোটিং) আয়োজন করে উপজেলা নির্বাচন কমিশন।

গতকাল রোববার পৌরসভার সব কটি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে অনুশীলন ভোট। একই সঙ্গে ইভিএমে ভোট দিতে সাধারণ ভোটারদের উৎসাহিত করা হয়।

সরেজমিন দেখা গেছে, পাকুন্দিয়া সরকারি উচ্চবিদ্যালয় কেন্দ্রের বাইরে পুলিশ পাহারা দিচ্ছে। বিদ্যালয়ের দক্ষিণ দিকে পুরুষ ও উত্তর দিকে নারী ভোটারদের লাইন দেখা যায়। ভোটাররা লাইনে দাঁড়িয়ে আছেন মক ভোট (অনুশীলন ভোট) দেওয়ার জন্য। দায়িত্বরত কর্মকর্তারা মক ভোটিং দিতে আসা ভোটারদের জাতীয় পরিচয়পত্র এবং আঙুলের ছাপ নিয়ে ভোটার শনাক্ত করছেন। কীভাবে প্রতীক চিহ্নিত করে কোন বাটনে কীভাবে চাপ দিয়ে ভোট দিতে হবে, সে বিষয়ে হাতে-কলমে শেখাচ্ছেন কর্মকর্তারা। একই সঙ্গে ভুল হলে কী করতে হবে, কোন বাটনে চাপ দিলে ভোট নিশ্চিত হবে, সেটিও ভোটারদের জানানো হচ্ছে।

পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের বকুল মিয়া নামের এক ভোটার বলেন, ‘প্রথমবার ইভিএমের মাধ্যমে ভোট হচ্ছে। কীভাবে মেশিনে ভোট দিতে হয়, তা জানা ছিল না। আজ (রোববার) এখানে এসে জানতে পেরেছি। বিষয়টি খুব সহজ। আমি শিখেছি। অন্যদের শেখাব এবং ভোট দিতে উৎসাহিত করব।’

শম্পা নামের দুই নম্বর ওয়ার্ডের এক ভোটার বলেন, ‘ইভিএমে কীভাবে ভোট দিতে হয়, তা শিখতে এসেছি। শিখলাম। এখন আর ভোট দিতে কোনো ঝামেলা হবে না।’

পাকুন্দিয়া সরকারি উচ্চবিদ্যালয় কেন্দ্রে দায়িত্বরত এক কর্মকর্তা বলেন, ‘ইভিএমে ভোট দেওয়া খুব সহজ। এতে একজনের ভোট আরেকজনের দেওয়ার কোনো সুযোগ নেই। কত ভোট কাস্ট হয়েছে, তা সঙ্গে সঙ্গে জানা যায়। দ্রুত ফলাফল দেওয়া সম্ভব হয়।’

জেলা নির্বাচন কর্মকর্তা ও পাকুন্দিয়া পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার মোহাম্মদ আশ্রাফুল আলম বলেন, ‘প্রথমবারের মতো ইভিএম পদ্ধতিতে ভোট নেওয়া হবে। ইভিএমে কীভাবে ভোট দিতে হবে, তা জানাতেই মক ভোটিংয়ের আয়োজন করা হয়েছে। এতে ভোটারদের সংশয় কাটবে।’

তিনি আরও জানান, পৌরসভায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, পৌরসভায় মোট ভোটারের সংখ্যা ২৩ হাজার ১৫১ জন। মেয়র পদে আওয়ামী লীগ, বিএনপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও স্বতন্ত্রসহ মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া ৯টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ৩২ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৮ জন প্রার্থী লড়ছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

শান্ত যে কারণে টি-টোয়েন্টি দলে, মিরাজ কেন নেই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত