Ajker Patrika

কাউন্সিলর প্রার্থীর বিরুদ্ধে মানববন্ধন

লালমোহন (ভোলা) প্রতিনিধি
আপডেট : ০৫ নভেম্বর ২০২১, ১২: ০২
কাউন্সিলর প্রার্থীর বিরুদ্ধে মানববন্ধন

ভোলার লালমোহন পৌরসভা ৩ নম্বর ওয়ার্ড সাবেক কাউন্সিলর প্রার্থী শাহাবুদ্দিন ও তাঁর ভাইদের বিরুদ্ধে চাঁদাবাজি ও হুমকির অভিযোগে মানববন্ধন করেছেন এলাকাবাসী। গতকাল বৃহস্পতিবার সকালে লালমোহন বাজার চৌরাস্তা চত্বরে এই মানববন্ধন করেন তাঁরা।

মানববন্ধনে বক্তারা জানান, গত পৌরসভা নির্বাচনে ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শাহাবুদ্দিন একজন চাঁদাবাজ ও সন্ত্রাসী। তিন বিয়ের পরও এক স্কুলছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে গত সোমবার তাকে নিয়ে পালিয়ে যান শাহাবুদ্দিন। এ নিয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তাঁরা ৫ ভাই। প্রত্যেকেই নারী, মাদক, জুয়া ও চাঁদাবাজির সঙ্গে জড়িত। এ পরিবারের অত্যাচারে অতিষ্ঠ এলাকার মানুষ। শাহাবুদ্দিন ৩ বিয়ে করেছে। তাঁর ৬টি সন্তান রয়েছে। তাঁর অন্য দুই ভাইও তিনটি করে বিয়ে করেছেন। যাতে আর কাউকে অপমান ও হেনস্তার শিকার হতে না হয় তাই শাহাবুদ্দিন ও তাঁর পরিবারকে দ্রুত আইনের আওতায় আনতে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন মানববন্ধনে উপস্থিত ব্যক্তিরা।

মানববন্ধনে পৌরসভা ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আজাদ, ৩ নম্বর ওয়ার্ড শেখ রাসেল স্মৃতি সংসদ’র সাধারণ সম্পাদক রাজভীর সাগর ও স্কুলছাত্রীর বাবা ইউসুফ ও তাঁর মাসহ আরও অনেকে অংশ নেন।

এ বিষয়ে জানতে চাইলে কাউন্সিলর প্রার্থী শাহাবুদ্দিন বলেন, ‘জমি নিয়ে বিরোধের কারণে ও আমার রাজনৈতিক জীবন ধ্বংস করার জন্য একটি চক্র মানববন্ধন করেছে।’

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুর রহমান মুরাদ বলেন, ‘ স্কুলছাত্রী নিখোঁজের বিষয়ে থানায় একটি অভিযোগ দেয় একটি পরিবার। এর ভিত্তিতে খোঁজ নিয়ে ওই ছাত্রীকে তার চাচার বাসা থেকে উদ্ধার করা হয়। পরে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এখন যদি তার পরিবাকে কেউ হুমকি দেয় তাহলে থানায় অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত