Ajker Patrika

প্রচারে সরগরম পাকুন্দিয়া

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৫ অক্টোবর ২০২১, ১৬: ২৬
প্রচারে সরগরম পাকুন্দিয়া

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পৌরসভা নির্বাচন ঘিরে বাড়ছে প্রার্থীদের ব্যস্ততা। পুরো পৌর এলাকায় এখন উৎসব বিরাজ করছে। আগামী দুই নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রথমবারের মতো এখানে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ হবে। প্রতীক বরাদ্দের পর থেকে প্রার্থীদের প্রচার-প্রচারণায় সরব পুরো এলাকা। মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর সমর্থকদের খণ্ড খণ্ড মিছিল আর ভুভুজেলা বাঁশির শব্দে এলাকার অলিগলি মুখর হয়ে উঠেছে।

গণসংযোগ, পথসভা আর নির্বাচনী অফিসগুলোতে বিরামহীন ছুটে চলার মধ্য দিয়ে কাটছে প্রার্থীদের রাত-দিন। ভোর থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত প্রার্থীরা যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। ভোট ও দোয়া চাওয়ার পাশাপাশি দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।

পৌরসভার বেশকটি এলাকা ঘুরে দেখা গেছে, প্রার্থীদের সাদা-কালো পোস্টারে ছেয়ে গেছে পৌর এলাকার রাস্তাঘাটসহ অলিগলি। প্রার্থীদের গুণকীর্তনের প্রচার মাইকিং ঘুরছে সর্বত্র। চায়ের স্টল, ছোটখাটো দোকানের সামনে লোকজনের জটলা আর নির্বাচনী আলোচনা। কোন প্রার্থী এগিয়ে যাচ্ছেন, কার ভোট কমছে-বাড়ছে—এ নিয়ে পক্ষে-বিপক্ষে নানামত। লোকজনের উপস্থিতিতে পাড়ার চায়ের স্টলগুলোও সর্বদা সরব।

রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ১৮ অক্টোবর এ পৌরসভা নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এতে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ নজরুল ইসলাম আকন্দ (নৌকা), ইসলামি আন্দোলন বাংলাদেশ মনোনীত মাওলানা মো. আতাহার আলী (হাত পাখা), স্বতন্ত্র প্রার্থী হিসেবে আক্তারুজ্জামান খোকন (নারিকেল গাছ), মো. জালাল উদ্দিন (মোবাইল ফোন) প্রতীক পেয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ ছাড়া সংরক্ষিত এক নম্বর ওয়ার্ডে (১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড) মাহবুবা আক্তার (অটোরিকশা), নাসরিন আক্তার প্রিয়া (আনারস), ফাতেমা আক্তার রেখা (জবা ফুল) ও শাহিদা আক্তার পলি (চশমা), সংরক্ষিত দুই নম্বর ওয়ার্ডে (৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড) একক প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন উম্মে কুলসুম এবং সংরক্ষিত তিন নম্বর (৭, ৮ ও ৯) ওয়ার্ডে আফরোজা খাতুন (জবা ফুল), রোকিয়া বেগম (চশমা) ও মোছা. হাবিবা খাতুন (আনারস) প্রতীক পেয়েছেন।

আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ নজরুল ইসলাম আকন্দ বলেন, ‘এর আগে দুইবার পৌর নির্বাচনে বিএনপির মেয়র নির্বাচিত হয়েছেন। এতে উন্নয়ন বঞ্চিত হয়েছেন পৌরবাসী। আমি বিজয়ী হলে পৌর এলাকার সার্বিক উন্নয়নে কাজ করব।’

বর্তমান মেয়র ও নারিকেল গাছ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আক্তারুজ্জামান বলেন, ‘অসমাপ্ত উন্নয়নকাজ শেষ করতে আরেকবার সুযোগ চাই।’

মোবাইল ফোন প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. জালাল উদ্দিন বলেন, ‘আমি এ পৌরসভার নির্বাচিত প্রথম মেয়র। আমার সময়ে ব্যাপক উন্নয়নমূলক কাজ হয়েছে। পৌরবাসী যদি আমাকে আরেকবার সুযোগ দেয় তবে উন্নয়নের ধারা ফিরিয়ে আনব।’

হাতপাখা প্রতীকের মেয়র প্রার্থী মাওলানা আতাহার আলী বলেন, ‘দল আমাকে মেয়র পদে মনোনয়ন দিয়েছে। আমি সকলের দোয়া ও ভোট চাই। নির্বাচিত হলে পৌরবাসীর খেদমত করব।’

উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, এ পৌরসভার মোট ভোটার সংখ্যা ২৩ হাজার ১৪৪। এর মধ্যে নারী ভোটার ১১ হাজার ৮১২ জন ও পুরুষ ভোটার ১১ হাজার ৩৩২ জন। নয়টি ওয়ার্ডের ১১টি কেন্দ্রের ৭৫টি বুথে আগামী দুই নভেম্বর ইভিএমের মাধ্যমে ভোটাররা তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

শান্ত যে কারণে টি-টোয়েন্টি দলে, মিরাজ কেন নেই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত