Ajker Patrika

দুই আসামির ফাঁসি, ৬ জনের যাবজ্জীবন

গোপালগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২২, ১৩: ৫৫
দুই আসামির ফাঁসি, ৬ জনের যাবজ্জীবন

গোপালগঞ্জে মোসলেম সরদার হত্যা মামলায় দুই আসামিকে ফাঁসি এবং ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত। গতকাল সোমবার বেলা ১১টায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আব্বাস উদ্দিন এ রায় দেন। হত্যাকাণ্ডের ১৬ বছর পর এ হত্যাকাণ্ডের রায় ঘোষণা করা হলো।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন সদর উপজেলার দত্তডাঙ্গা গ্রামের ইকবাল সিকদার (৪০) ও সেলিম সিকদার (৪২)। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন সাকায়াত সিকদার, ওসমান মুন্সি, এনামুল সিকদার, মুরসালিন, পলাশ শেখ, আজিজুল সিকদার। এ মামলায় সাজা প্রাপ্ত ফাঁসির ১ আসামি এবং যাবজ্জীবনের ২ আসামি পলাতক রয়েছেন।

মামলার বিবরণ থেকে জানা গেছে, সদর উপজেলার দত্তডাঙ্গা গ্রামে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে ২০০৬ সালের ২৯ নভেম্বর রাতে মোসলেম সরদারকে হত্যা করে বিলের মধ্যে ফেলে রাখে প্রতিপক্ষের লোকজন। ঘটনার ৫ দিন পরে ওই বছরের ৩ ডিসেম্বর সদর উপজেলার পিঠাবাড়ি বিল থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহত মোসলেম সরদারের ভাই মোহন সরদার বাদী হয়ে আটজনকে আসামি করে সদর থানায় একটি হত্যা মামলা করেন। দীর্ঘ শুনানি শেষে আজ এ মামলার রায় ঘোষণা করেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক।

মামলার বাদী মোহন সরদার বলেন, ‘১৬ বছর পরে আমার ভাইয়ের হত্যাকারীরা শাস্তি পেয়েছেন। এ রায়ে আমি সন্তুষ্ট। মামলায় সাজাপ্রাপ্ত যেসব আসামি পলাতক রয়েছেন তাঁদের গ্রেপ্তারপূর্বক সব আসামিকে দেওয়া রায় দ্রুতই কার্যকর করার দাবিও জানাই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত