Ajker Patrika

ঈদের পর মুক্তি পাচ্ছে প্রথম সিনেমা

ঈদের পর মুক্তি পাচ্ছে প্রথম সিনেমা

ঈদুল আজহা উপলক্ষে গত ১৬ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল পাঁচটি সিনেমা। এরপর গত তিন সপ্তাহে নতুন কোনো সিনেমা মুক্তি পায়নি। ঈদের চতুর্থ সপ্তাহে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে নতুন সিনেমা। আজ থেকে দেশের পাঁচটি মাল্টিপ্লেক্সে দেখা যাবে ‘আজব কারখানা’। বানিয়েছেন শবনম ফেরদৌসি।

আজব কারখানা তৈরি হয়েছে শহুরে এক রকস্টারকে নিয়ে। যে ব্যক্তি গ্রামবাংলার বাউলশিল্পীদের সংস্পর্শে এসে নিজের জীবনের নতুন অর্থ খুঁজতে শুরু করে। গল্পে আবহমান বাংলার বিভিন্ন গানের ধারা, ঘরানা ও মর্মবাণী তুলে ধরা হয়েছে। এতে রকস্টারের চরিত্রে অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের পরমব্রত চট্টোপাধ্যায়। সিনেমার প্রচারে বাংলাদেশে এসেছিলেন তিনি। ঢাকার একটি অভিজাত ক্লাবে আজব কারখানা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন অভিনেতা। বলেছিলেন, ‘সবকিছু ছাপিয়ে শিল্পসত্তাকে অনুসরণ করা শিল্পীর মুখ্য কাজ। সেই তাগিদ থেকে কিছু কাজ করা হয়। তেমন একটি সিনেমা আজব কারখানা। কোন সিনেমার দর্শক কে হবেন, তা বলা মুশকিল। সব সিনেমাতেই কিছু কম ভালো জিনিস থাকে, কিছু বেশি ভালো জিনিস থাকে। সেটা দিয়ে তুল্যমূল্য বিচারে গিয়ে লাভ নেই। আজব কারখানা যদি সেই মানুষগুলোর কাছে পৌঁছায়, যাঁরা শহুরে হয়েও শিকড়ে ফিরতে চান বা টান আছে, তাঁদের ভালো লাগবে বলে আমার বিশ্বাস।’

২০১৬-১৭ সালে বাংলাদেশ সরকারের অনুদান পাওয়া আজব কারখানা বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। সিনেমাটির সহপ্রযোজক সামিয়া জামান। বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন দিলরুবা দোয়েল, শাবনাজ সাদিয়া, খালিদ হাসান, হেলিম বয়াতি, দিলু বয়াতি, কিতাব আলী, ক্রিস্টিয়ানো তন্ময়, মাইমুনা মমো প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত