Ajker Patrika

বসতঘর ভাঙচুর, লুটপাট

ঝালকাঠি প্রতিনিধি
আপডেট : ০৫ নভেম্বর ২০২১, ১১: ৫৮
বসতঘর ভাঙচুর, লুটপাট

ঝালকাঠির রাজাপুরে বসতঘর ভাঙচুর করে মালপত্র লুটের অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উপজেলার সাতুরিয়া ইউনিয়নের নৈকাঠি বাজার এলাকায় মো. শহিদুল ইসলাম হাওলাদারের বাড়িতে এই ঘটনা ঘটে। খবর পেয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও জাহাঙ্গীর, নুরুজ্জামান, জুয়েল নামের তিনজনকে আটক করে।

স্থানীয় বাসিন্দা মাসুদ হাওলাদার, পংকোজ হাওলাদার, সেনা সদস্য সেলিম, ইব্রাহীম জানান, বৃহস্পতিবার সকালে হঠাৎ করে রাজাপুর উপজেলার সাতুরিয়া এলাকার মিল্লাত হোসেন জমাদ্দারের মেয়ে ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরে কর্মরত বিউটিশিয়ান চন্দিমা রামু, রাজাপুর সদর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের সদস্য নাজমা ইয়াছমিন মুন্নি ও বাবুর্চি নবাব হোসেনের নেতৃত্বে ৩০-৩৫ জন নারীসহ এক থেকে দেড় শ ভাড়াটিয়া লোক দেশি অস্ত্র নিয়ে শহিদের বাড়িতে আসেন।

এ সময় শহিদ, তাঁর স্ত্রী রুমিছা আক্তার ও শ্বাশুড়ি মজিদা বেগমকে মারধর করে দড়ি দিয়ে বেঁধে রেখে তাঁদের বসতঘর ভাঙচুর করে। তাঁরা ঘরে থাকা মালপত্র লুট করে পিকআপ তুলে নিয়ে যান। পরে থানা-পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শী একজন বলেন, ‘যুদ্ধের সময় অনেক লুটপাটের কথা শুনেছি। কিন্তু এই স্বাধীন দেশে দিনের বেলায় এমন লুটপাট যুদ্ধের সময়কেও হার মানিয়েছে।’

ভুক্তভোগী শহিদুল ইসলাম হাওলাদার বলেন, ‘চন্দিমা রিমু নারী-পুরুষসহ এক দেড় শ ভাড়াটিয়া লোকজন নিয়ে আমাদের মারধর করে বেঁধে রেখে বসতঘর ভাঙচুর করে মালপত্র লুট করে নিয়ে যায়। ভাড়াটিয়া লোকের অস্ত্রের সামনে স্থানীয় লোক আসতে পারেননি। সবাই দূরে দাঁড়িয়ে ছিলেন।’

অভিযুক্ত চন্দ্রিমা রিমু লুটপাটের বিষয় অস্বীকার করে বলেন, ‘ওই বসতঘর ও জমি আমার স্বামীর। সেখানে তাঁদের থাকতে দিয়ে ছিলাম। ওই জায়গায় ভবনের কাজ শুরু করব। তাই বসতঘরটি শ্রমিক দিয়ে অপসারণ করা হয়েছে। কাজ শেষে শ্রমিকদের বিল দিতে আমি ও ইউপি সদস্য নাজমা ইয়াছমিন মুন্নি ঘটনাস্থালে যাই। লুটপাট করলে দিনে কেন রাতে যেতাম।’ রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার বলেন, ‘ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত