Ajker Patrika

পণ্ড বিয়ানীবাজার পৌর বিএনপির সম্মেলন

বিয়ানীবাজার প্রতিনিধি
আপডেট : ০৭ নভেম্বর ২০২১, ১৬: ৪৯
পণ্ড বিয়ানীবাজার পৌর বিএনপির সম্মেলন

ব্যালট বাক্স ছিনতাই ও ভোট জালিয়াতির অভিযোগে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় পণ্ড হয়েছে বিয়ানীবাজার পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। এ সময় কেন্দ্রীয় ও সিলেট জেলা বিএনপির নেতারা সম্মেলন স্থগিত ঘোষণা করে চলে যান।

জানা গেছে, সম্মেলন ঘিরে উজ্জীবিত ছিলেন পৌর বিএনপির নেতা–কর্মীরা। সম্মেলনের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হন মিজানুর রহমান রুমেল। গতকাল শনিবার দুপুর দেড়টার দিকে শুরু হয় কাউন্সিল। চার সম্পাদকীয় পদের বিপরীতে আট প্রার্থীর ভোটগ্রহণ প্রায় ৭০ শতাংশ শেষ। এ সময় দুটি পক্ষের সমর্থকদের মধ্যে প্রথমে বাগ্‌বিতণ্ডা, এরপর হাতাহাতি থেকে চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটে। এ সময় সংঘর্ষ বেধে গেলে দুজন ভোটার আহত হন।

তবে সংঘর্ষের খবর অস্বীকার করে দুটি পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডার ঘটনা ঘটেছে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার আবু নাসের পিন্টু। তিনি বলেন, ভোটারদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনায় সম্মেলনের স্বাভাবিক পরিস্থিতিতে কিছুটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়। সে জন্য কেন্দ্রীয় ও জেলা নেতারা সম্মেলন স্থগিত ঘোষণা করেছেন। আগামী এক মাসের মধ্যে এই সম্মেলন পুনরায় অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।

সম্মেলনের নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সম্মেলনে সহসভাপতি পদে কবির আহমদ ও আতাউর রহমান কটন, সাধারণ সম্পাদক পদে জসিম উদ্দিন জুয়েল ও গিয়াস উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে নজমুল হোসেন ও এমদাদুল হক ইমন, সাংগঠনিক সম্পাদক পদে তাজ উদ্দিন কুটি ও কামাল উদ্দিন প্রতিদ্বন্দ্বিতা করেন।

এর আগে সকালে পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন উদ্বোধন করেন সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গিরদার। উদ্বোধন শেষে প্রথম অধিবেশনে পৌর বিএনপির আহ্বায়ক নুরুল হুদার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ডা. শাখাওয়াত হোসেন জীবন।

পৌরসভার কাউন্সিলর মিছবা উদ্দিন ও পৌর বিএনপির সাবেক সভাপতি আবু নাসের পিন্টু সম্মেলন পরিচালনা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

কোটি টাকা ‘ভর্তুকি’র জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশ যা পেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত